নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
নিউইয়র্কে প্রথমবারে মতো বাংলাদেশি মালিকানাধীন ফেডারেল ক্রেডিট ইউনিয়নের অনুমোদন দিয়েছে ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন (NCUA)।
গত ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে সংস্থাটি বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন প্রদান করেছে। নিউইয়র্কে এই প্রথম বাংলাদেশি মালিকানাধীন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন পেলো- যা গত ৬০ বছরের বাংলাদেশি অভিবাসী ইতিহাসে অন্যতম বড় অর্জন বলে মনে করা হচ্ছে।এই ঐতিহাসিক সাফল্যের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ কাদের, সিআইপি। তিনি বলেন, ‘এটি শুধু আমার দলের নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির বিজয়। আমরা প্রমাণ করেছি যে, ঐক্যবদ্ধ হলে অসম্ভবকে সম্ভব করা যায়।’
বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন হবে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের দ্বারাÑ যা আর্থিক স্বনির্ভরতা, বিশ্বাস এবং কমিউনিটির শক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। ইতিমধ্যে সদস্য সংগ্রহ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফাউন্ডার সদস্য হওয়ার পদ্ধতি ঘোষণা, লোগো ও ওয়েবসাইট উন্মোচন করা হবে।
প্রথম পর্যায়ে নিউইয়র্ক সিটির পাঁচটি স্থানে শাখা খোলার পরিকল্পনা রয়েছে। এখানে থাকবে চেকিং অ্যাকাউন্ট, সেভিংস, গাড়ি ক্রয়ের ঋণ, ক্রেডিট কার্ড, বাড়ি ক্রয়ের ঋণ এবং মানি ট্রান্সফারসহ নানা সেবা।মুহাম্মদ কাদের, সিআইপি সব কমিউনিটি নেতা, সামাজিক সংগঠন, মসজিদ, মন্দিরসহ সবাইকে এই মাইলফলক প্রতিষ্ঠানে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নÑ আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যৎ।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh