বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রবাসে বাংলাদেশিদের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী অক্টোর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন করার জন্য ইতোমধ্যে অ্যাডভোকেট জামাল আহমেদ জনিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ভোটার হওয়া যাবে। এ সময়ে ভোটার হওয়ার জন্য যারা আগ্রহী, তারা ভোটার হতে পারবেন।
সেই সঙ্গে বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরি কমিটি বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন। গত ১২ ও ১৩ মে কুইন্সের জ্যাকসন হাইটসে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সদস্য সংগ্রহ করা হয়।
সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাবেক সভাপতি এম আজিজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট ও রংপুর সমিতির সভাপতি আসেফ বারী টুটুল, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য সাদী মিন্টু, আকতার হামিদ, চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, রূপসী চাঁদপৃুর ফাউন্ডেশনের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন রাজু প্রমুখ।
এদিকে ওজনপার্কে মতিন রেস্টুরেন্টের সামনে আগামী ১৮ মে, জ্যামাইকা স্টার কাবাব রেস্টুরেন্টর সামনে আগামী ১৯ মে, ব্রঙ্কসে নীরব রেস্টুরেন্টের সামনে ২৭ মে এবং ব্রুকলিন রাঁধুনি রেস্টুরেন্টর সামনে আগামী ২ জুন বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত সরাসরি ফর্ম সংগ্রহ ও ফি জমা দিয়ে সদস্য ফর্ম পূরণ করা যাবে।সদস্য নিবন্ধনের বিষয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ সোসাইটি।
তারা বলছে, ভোটার হওয়ার শেষ তারিখ ৩০ জুন, সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। স্থান বাংলাদেশ সোসাইটি ভবন, 86-24 Whitney Ave, Elmhurst, NY 11373.তারা বলছে, সবার সুবিধার্থে নিবন্ধন কার্যক্রমের শেষ সপ্তাহ জুন ২৪ সোমবার থেকে জুন ২৯ শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২ থেকে বিকাল ৭ পর্যন্ত সোসাইটির কার্যালয় নিবন্ধন কার্যক্রমের জন্য খোলা থাকবে। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের সাথে যোগাযোগ করেও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
নিয়মাবলীর বিষয়ে বলা হয়েছে-
১. সোসাইটির নির্ধারিত ফরম পরিষ্কারভাবে সব তথ্য পূরণ করতে হবে। ফরম জমাদানের পূর্বে ফর্মে দেয়া সব তথ্য ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে। ফর্মে দেয়া কোন তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে, মানি রিসিট থাকলেও ফর্মটি বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য সদস্য নিবন্ধন ফরম সোসাইটির ওয়েবসাইট (www.bangladeshsocietyinc.com) অথবা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
২. যদি কেউ একের অধিক সদস্য নিবন্ধনের জন্য ফরম জমা দিতে চান, তাহলে তাকে অবশ্যই আলাদা করে নির্ধারিত আরেকটি টালিসিট সংগ্রহ করে সেখানে সব সদস্যের নাম এবং জন্ম সালসহ অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করে তাও সাথে জমা দিতে হবে। একই সাথে টালি শিটে থাকা রিসিট নাম্বারটি প্রত্যেকটি ফর্মে লিখে দিতে হবে।
৩. সদস্য নিবন্ধনের ফি : আজীবন সদস্যদের জন্য ৫০০ ডলার এবং সাধারণ সদস্যদের জন্য ২০ ডলার হারে নগদ পরিশোধ করতে হবে। সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সহ-সভাপতি মো. মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীসহ সোসাইটির নেতৃবৃন্দ নির্ধারিত সময়ের মধ্যে সদস্য হবার আহ্বান জানিয়েছেন। সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ বলেন, আমরা আশা করছি যারা সদস্য হতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ও সদস্য হবেন। আমরা আশা করছি আসন্ন নির্বাচনের জন্য নির্ধারিত ফি দিয়ে আগেভাগেই সদস্য হবেন।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh