নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
নিউইয়র্কে বিপা’র ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘সঞ্চারী’। গত ১৯ জুলাই শনিবার জ্যামাইকার সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং সেন্টারে এটি বিপা’র নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যা জন্মলগ্ন থেকেই করে আসছে সংগঠনটি।
ছাত্রছাত্রীদের মঞ্চভীতি দূর করা এবং পারফর্মার হিসাবে গড়ে তোলার কাজটাই ‘সঞ্চারী’র মূল লক্ষ্য। এবারের সঞ্চারি ছিলো ছোটদের গান, ছড়া—কবিতার পরিবেশনা, আমন্ত্রিত অতিথি এবং বাংলা শিক্ষকদের সাথে পরিচিতি এবং বড়দের গান ও কবিতার পরিবেশনা।
অনুষ্ঠান শুরুতেই সঞ্চালক সোহানী ইসলাম ছোটদের দলকে মঞ্চে ডেকে নেন । শুরুতেই দলীয় পরিবেশনা ‘রাগ ইমন’ পরিবেশন করে আলভিনা, শ্রদ্ধা, অর্নব, আরিশা, আর্য, ড্রু, লওরিনা, সাহিতা। তারপর একে একে দ্বৈত গানে অংশ নেয় আমরীন ও অবনী, আধীম ও প্রতিক, দেবীকা ও আনুস্কা, আনুরুদ্ধ ও মাহরিম, পায়েল ও আকিফ, সেহজীন ও সারলীজ, আরজু ও নুর, স্নেহার্দ্রতা ও মারসিয়া, ওয়ালীফ ও ওয়াযীহা এবং ড্রু রোমিও কুইয়া একটি একক গান পরিবেশন করে।
ছড়া, কবিতায় অংশ নেয় আনুশেহ সুরি, দিব্য মাধব মোদক, শাহরিন আমরিন, সাহিতা নবী তয়ি, রায়না বড়ুয়া, ইশরাত সামিরা এবং শ্রদ্ধা সাহা। প্রথম পর্ব পরিচালনায় ছিলেন নিলোফার জাহান। তিনি নিজেই এই পর্বের প্রশিক্ষক। এবং কবিতা আবৃত্তির প্রশিক্ষক সাবিনা নিরু ও মৃদুল আহমেদ।
এরপর সোহানী ইসলাম এ পর্বের আমন্ত্রিত অতিথি ড. ধনঞ্জয় সাহাকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাঁর সম্পর্কে সংক্ষিপ্ত বায়ো পাঠ করেন। ড. ধনঞ্জয় সাহা তার নিজের কিছু বই বিপা’র জন্য উপহার হিসেবে শিক্ষক এ্যানি ফেরদৌসের হাতে তুলে দেন। এরপর তিনি সংক্ষিপ্ত বক্তব্য এবং একটি কবিতাও পাঠ করে শোনান। শিক্ষক এ্যানি ফেরদৌস বিপা’র বাংলা শিক্ষকদের মঞ্চে ডেকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন।
১০ মিনিট বিরতির পর শুরু হয় বড়দের পরিবেশনা। গান পরিবেশন করেন আরাধ্য দেব, চলন্তিকা রায়, প্রিয়ন্তী পাল, রত্না বারোই, সানজিদা হিয়া, ম্যাথিউ মিত্র, সোনিয়া রহমান, সেলিম শাহরিয়ার, সরকার ফারজানা সুলতানা মমো, মলয় বিশ্বাস। কবিতা আবৃত্তিতে অংশ নেন প্রিয়াংকা ভৌমিক, চম্পা পল, ফাতেমা খান, বুশরা তুবা এবং উর্মি রোজারিও ।
দ্বিতীয় পর্ব বড়দের গান পরিচালনায় ছিলেন সেলিমা আশরাফ। সহযোগী শিক্ষক নাজমা ইসলাম, ফাবিহা নিসা ও কাজী মাহমুদুল হক। তবলায় পিনাক পানি গোস্বামী, কিবোর্ড —এম ডি রুবেল, মন্দিরা লিপি রোজারিও। আবৃত্তির প্রশিক্ষক সাবিনা নিরু। শব্দ পরিচালনা— অনুপ মাল্টি মিডিয়া ইনকর্পোরেটেড।
বিপার অঙ্গ সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাবের সৌজন্যে মিলনায়তনের বাইরে চায়ের ব্যবস্থাও রাখা হয়।সমাপনীতে সেলিমা আশরাফ নতুন শিক্ষকদের পরিচিয় করিয়ে দেন।সেলিম আশরাফ ও নিলোফার জাহান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh