মঙ্গলবার, ৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিভক্ত ফোবানা’র অর্ধডজন সম্মেলন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

বিভক্ত ফোবানা’র অর্ধডজন সম্মেলন

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানা এখন পৌছেছে বিভক্তির চরম পর্যায়ে। যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী বাংলাদেশীদের এক সময়ের মর্যাদাশীল গর্বের সংগঠনটি বিভেদ বিভাজনের কেন্দ্রে পরিণত হয়েছে সময়ের ব্যবধানে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের লেবার ডে উইক এন্ডে ১ থেকে ৩ সেপ্টেম্বর ফোবানার ৩৭ তম সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দেশ দু’টির ৬টি পৃথক স্থানে।

কানাডার টরেন্টো শহরে এগলিন্টন এন্ড ডন ভ্যালি পার্ক হাইওয়ের কর্ণারে ডন ভ্যালি হোটেল কেন্দ্রিক ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ সোসাইটি এস সি। রাসেল রহমান হচ্ছেন এই সম্মেলনের আহ্বায়ক। গিয়াস আহমেদ এই সম্মেলনের চেয়ারম্যান এবং কার্যত তার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে ডন ভ্যালি হো্েটলে তিনদিন ব্যাপী ফোবানা সম্মেলন। ফোবানার এই সম্মেলনের নির্বাহী সদস্য সচিব হচ্ছেন খোকন রহমান।


অপরদিকে টরেন্টো শহরেই পায়ে হাঁটা দূরত্বের ব্যবধানে ১২৩ কুইন স্ট্রিটে ওয়েস্ট এর শেরাটন সেন্টারে একই দিনক্ষণে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে ফোবানার ব্যানারে।

বাংলাদেশী কানাডিয়ান ফ্রেন্ডশীপ সোসাইটি এই সম্মেলনের আয়োজক সংগঠন। আবুল আজাদ এই সম্মেলনের আহ্বায়ক। নিউইয়র্কের আলী ইমাম শেরাটন সেন্টার সম্মেলনের চেয়ারম্যান এবং শাহনেওয়াজ মেম্বার সেক্রেটারী। তবে বিশিষ্ট ব্যবসায়ী শাহনাওয়াজই এই সম্মেলনের মূল কর্মকর্তা।
এদিকে কানাডায় বাংলাদেশী অধ্যুষিত অন্যতম শহর মন্ট্রিয়লে ৩৭তম ফোবানার অরো একটি সম্মেলনের ্জোড় প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় শেরাটন নাভাল হোটেলে অনুষ্ঠেয় এ সম্মেলনের স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়েল। দেওয়ান মনিরুজ্জামান মন্ট্রিয়েল সম্মেলনের আহ্বায়ক এবং চেয়ারম্যান ফ্লোরিডার আতিকুর রহমান ফোবানার অপর দুটি ভগ্নাংশ টেক্সাসের ডালাস শহরে আয়োজন করছে পৃথক দু’টি সম্মেলন।


বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস-বান্ট একটি সম্মেলনের স্বাগতিক সংগঠন। হাসমত মোবিন এই সম্মেলনের আহ্বায়ক। এছাড়াও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ফোবানার আদলে ২ ও ৩ সেপ্টেম্বর আয়োজনের চেষ্টা চলছে বলে জানা গেছে। এবারই সবচেয়ে বেশী সংখ্যক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ফোবানার নামে। প্রতিটি সম্মেলনই নাচ-গান, সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। নতুন প্রজন্মকে আকৃষ্ট করার মুখরোচক অনুষ্ঠান থাকবে সম্মেলনে এমন ঘোষণা দিচ্ছেন বিভক্ত ফোবানার নেতৃবৃন্দ। ইতিহাসের সেরা সম্মেলন হবে এমন প্রতিশ্রুতি নিয়ে চলছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বক্তৃতা বিবৃতি। ব্যক্তি ইগু এবং নেতৃত্বের কোন্দলে জর্জরিত ফোবানা প্রতি বছরই মেলছে নতুন ডালপালা। মর্যাদা হারিয়ে ফোবানা এখন নাম সর্বস্ব বিভক্ত সংগঠনে পরিণত হয়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের পাঁচটি পৃথক ফোবানা সম্মেলনের আয়োজকেরা সম্মেলনের প্রস্তুতি নিয়ে পুরো ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি সম্মেলনেরই প্রস্তুতি ব্যাপক। প্রবাসের যেসব অতিথি ও শিল্পী অনুষ্ঠানে অংশ নেবেন, তারাও প্রস্তুত। দেশ থেকে যেসব অতিথি ও শিল্পী বিভিন্ন সম্মেলনে যোগ দেবেন, তাদের বেশির ভাগই ইতিমধ্যে পৌঁছে গেছেন। বিভিন্ন গ্রুপ এই সম্মেলনের আয়োজন করায় সবার মধ্যেই কাজ করছে এক ধরনের প্রতিযোগিতা। প্রত্যেকেই চেষ্টা করছেন, কে কার চেয়ে সফল সম্মেলন করতে পারেন।


ফোবানার প্রতি এখন আর কোন আগ্রহ বা আকর্ষণ কোনটাই নেই প্রবাসী বাংলাদেশীদের। ১৯৮৭ সালে একটি সুনির্দিষ্ট আদর্শ, উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে ফোবানার পথ চলা শুরু হয়েছিলো। উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা। বাংলাদেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ধারা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে জাগরুক রাখা।

দেশ ও প্রবাসের মাঝে সেতু বন্ধন সৃষ্টি। প্রবাসী বাংলাদেশীদের নানাবিধ সমস্যা চিহ্নিত করে সম্মিলিত ভাবে তা সমাধানে ব্রতী হওয়া ইত্যাদি কল্যাণকর কর্মকান্ড চালানো। মোটকথা ফোবানার উদ্যোগ আয়োজনই ছিলো বাংলাদেশীদেরকে ঘিরে। এজন্য ফোবানার উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হতো “উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন। কালক্রমে সম্মেলনের নাম বদলেছে।

পাল্টেছে লগো। নেতৃত্বের কোন্দলে একাধিক ধারায় এখন প্রবাহিত ফোবানার স্রোত। এ বিভক্তির পেছনে যেমন নেতৃত্বের মোহ কাজ করছে তেমনি এর পেছনে আছে প্রচ্ছন্ন রাজনৈতিক স্পৃহা, ব্যক্তিগত ইগো ও পারস্পরিক অশ্রদ্ধা। এক যুগ পূর্বে এসব কারণে ফোবানার পথ চলায় বিঘ্ন ঘটলেও আজকের ফোবানার রোগ ও উপসর্গ সম্পূর্ন ভিন্ন প্রকৃতির। ১৯৮৭ সালে ফোবানা প্রতিষ্ঠা ছিলো সময়োচিত। তৎকালীণ বাংলাদেশী কমিউনিটির চাহিদা ও সময়ের দাবির প্রেক্ষিতেই তখন গোড়াপত্তন ঘটেছিলো ফোবানার। আজকের বাংলাদেশী কমিউনিটির চাহিদা পূরণের ধারে কাছেও নেই ফোবানা। নূতন প্রজন্মের কথা বলে তাদের সাথে করা হচ্ছে বাহাস ।

Posted ২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.