জলি আহমেদ : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
‘প্রবাসী মতলব সমিতি ইনক বরাবরের মতো এবারও বনভোজন করেছে গত ২৭ জুলাই রোববার। ইন্ডিয়ান ওয়েল স্টেট পার্কের শ্যামল ছায়াঘেরা মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে বিপুল সংখ্যক মতলববাসী অংশ নেন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করেন নারী-পুরুষ ও শিশু-কিশোররা। উপস্থিত ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা: রাজীব, হোসনে আরা বেগম, শান্তনু সাজ্জাদ, আরিফ অর্ণব।
বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো: নাজমুল এ ফারুক উপদেষ্টা, প্রবাসী মতলব সমিতি আর ও উপস্থিত ছিলেন মো: ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি, মানিক মিয়া উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি, মিয়া ওবায়দুর রহমান লিটন প্রতিষ্ঠাতা সদস্য, মো: ফয়েজ উল্লাহ প্রধানপ্রতিষ্ঠাতা সদস্য।
সংগঠনের সভাপতি মো. রবিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাজির উদ্দিন পাটওয়ারীর (সোহেল) পরিচালনায় বনভোজন আননন্দমুখর হয়ে ওঠে। খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। র্যাফল ড্রতে ছিল আকর্ষণীয় পুরস্কার। এরমধ্যে প্রবাসী মতলব সমিতির প্রতিষ্ঠাতা কবির রতনের সৌজন্যে প্রথম পুরস্কার ছিল নগদ ১ হাজার ডলার। আর দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণের গহনা, চতুর্থ পুরস্কার ল্যাপটপ। মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার ছিল। বনভোজন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মো. রবিউল আলম বলেন, সামনে সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করে যাবো।
বনভোজন কমিটির আহ্বায়ক ছিলেন ফারুক হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ছিলেন জয়নাল আবেদীন। সদস্য ছিলেন- গোলাম কিবরিয়া তপন, মো. দেলোয়ার হোসেন, মো. কামরুল আমিন সুমন, মো. শফিকুল ইসলাম ও বিল্লাল মৃধা। বনভোজন উপলক্ষে “হ্রদয়ে মতলব “ নামে বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয় সেটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক হুমায়ূন কবীর ঢালি।
বনভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলামসহ (কলিম) আরও অনেকে।
তত্ত্বাবধানে ছিলেন- মো. কবির রতন, মো. শাহাদাত হোসেন, গোলাম সারোয়ার দুলাল, জোতিষ চন্দ্র কির্তনীয়া, মো. ফয়েজ উল্লাহ প্রধান, মিঞা ওবায়েদুর রহমান। সমন্বয়কারী হিসেবে ছিলেন- সাকিল মিয়া, ভবোতোষ সাহা, মো. হাবিবুর রহমান, সীমা জামান এবং কে আলম। সহযোগিতায় ছিলেন- মো. এমদাদুল হক, তৌহিদুল ইসলাম মানিক, রাবেয়া বসরী, সরোয়ার ফারুক হোসেন, মিয়া ফয়েজ আহমেদ, জাহিদুর রহমান, হাবিবুর রহমান, তপন সাহা, মাহবুবুর রহমান তারেক, মো. আবু সালেক সুমন, সাহিদা খানম, মানসুরা আকতার, মো. আনোয়ার হোসেন মিয়াজী, সূধন চন্দ্র, আলী আজম, মো. বিল্লাল হোসেন মৃধা, আল আমিন হাওলাদার, উত্তম চন্দ্র, জিসান আহমেদ, রিয়াদ নেতা। প্রচার সম্পাদক হলেন এমদাদুল হক।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh