নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
গত ২৭ জুলাই রোববার লং আইল্যান্ডের সানকিন মেডো স্টেট পার্কের ইস্ট অরচার্ড প্যাভিলিয়নের এক মনোরম পরিবেশে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনকের বিপুল সংখ্যক সদস্য, পরিবার ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সংগঠন মানিকগজ্ঞ সমিতির বার্ষিক বনভোজন ২০২৫।
নিউ ইয়র্ক, কানেকটিকাট, পেনসেলভানিয়া এবং নিউ জার্সি থেকে বিপুল সংখ্যক সদস্য নিজস্ব গাড়ি নিয়ে পিকনিকে উপস্হিত হয় সকাল ১০.৩০ মিনিটে। সকালের নাস্তার পর সংগঠনের সভাপতি জিকরুল আমিন জুয়েল প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি লিডার মুলধারার রাজনীতিবীদ গিয়াস আহমেদ,উদ্ভোদক প্রধান উপদেষ্টা তৈয়েবুর রহমান হারুন,সাধারন সম্পাদক মো: রাশেদ মিয়া আহবায়ক মোসলেহ উদ্দিন খান সেলিম সদস্য সচিব ইমরান জিহাদি প্রধান সমন্ময়কারীলুৎফর রহমান সমন্ময়কারী খোন্দকার এফ করিম সিনিয়র সহসভাপতি নাজমা নাজনীন, উপদেষ্টা মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম, আহসান হাবিব, এ বি এম মাহবুব, ডা: ইউসুফ আল মামুন, ডা: মাসুদ শিকদার, মনিউর রহমান জাহাঙ্গীর,আব্দুস সালাম আজম, মাহমুদ আলম, ওমর ফারুক খসরু, কাজী আসাদুজ্জামান, কবি সালেহা ইসলাম, মো: নাসিম,ডঃ ফয়সাল খান, সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু সুফিয়ান ও সদানন্দ হালদার সহ কমিটির প্রায় সবাই কে সাথে নিয়ে বেলুন উড়িয়ে পিকনিকের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা তৈয়বুর রহমান হারুন।
উদ্বোধনের পর পরই মনে হচ্ছিলো এ যেন একখন্ড মানিকগঞ্জ। গত পিকনিকের এক বছর পর আবার সবাই একসাথে পরিবার-পরিজন নিয়ে একত্রিত হতে পেরে একে অপরের বুকে জড়িয়ে ধরে এ যেন ঈদের আনন্দ উপভোগ করেন।সবাই একসাথে হবার পর সকালের সু-স্বাদু নাস্তা (পরাটা, সব্জি, সুজি ও ডিম)বিতরন করা হয়, নাস্তা স্পন্সর করেন উৎসব গ্রুপের ফাউন্ডার রায়হান জামান।
নাস্তার পর পরই শুরু হয় বিভিন্ন ধরণের খেলাধুলা, খেলাধুলার যাবতীয় সামগ্রীর স্পন্সর করেন যথাক্রমে লুৎফর রহমান, খোন্দকার এফ করিম, এ বি এম মাহবুব, মনিউর রহমান জাহাঙ্গীর, জাহিদুল ইসলাম, রোখসানা খানম মালা, আবু সুফিয়ান, শহিদুর রহমান ছানা ও শিমু ভুইয়া। সজিব আহমেদ, জসিম উদ্দিন ও হাবিব সেখ এর মুহুর মুহু বাঁশির ঝংকারে ছোট বড় সবাই ছুটে যায় সবুজ ঘেরা মাঠে খেলায় অংশ গ্রহণ করতে।
আকর্ষনীয় প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন উপদেস্ঠা আব্দুস সালাম আজম তাকে সহযোগীতা করেন মুহাম্মদ রফিকুল ইসলাম ও আবু সুফিয়ান।প্রধান অতিথি গিয়াস আহমেদ খেলার উদ্ভোদন করেন।
শুরুতেই ১-৭ বছরের বাচ্চাদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার পর্ব শুরু হয়। এরপর ৮-১২, ১৩-১৮ বছরের ছেলেৃ এবং মেয়েদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এছাডাও সবার জন্য উন্মুক্ত ছিল খেলাধুলার কিছু কিছু ইভেন্ট যা সবাইকে সত্যিই এক অনাবিল আনন্দ দান করে। এর মধ্যে সব চাইতে আকর্ষনীয় ৃৃখেলা ছিলো জামাই বৌ এর বল নিক্ষেপ এবং পিলো পাস।এতে প্রায় প্রায় ২০০জন মহিলা এ খেলায় অংশগ্রহণ করে।পিলো পাসের পুরস্কার স্পন্সর করেন ডঃ ফয়সাল খান এছাড়াও বিশেষ আকর্ষণ ছিলো যেমন খুশী তেমন সাজোতে অংশ গ্রহণ। যাতে বয়সের কোন বালাই ছিলনা। এতে যুবা,বৃদ্ধসহ নতুন প্রজন্মের অনেকেই অংশগ্রহণ করে ভূয়শী প্রশংসাও কুড়িয়ে নেয়।এতকিছুর পরও সব খেলাকে পিছনে ফেলে সবার দৃষ্টি যেয়ে পরে রঙ্গিন ঘাঁসে ঘেরা বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা। আর এই ফুটবল খেলার টিশার্ট স্পন্সর করেছেন জনাব মোসলেহ উদ্দীন খান সেলিম এবং ডিজাইনারে অন্তর।
সমিতির পিকনিকে সবাই কিছু উপহার নিয়ে বাসায় ফিরুক এই নিতী তে বিশ্বাস করে শিশুদের মাঝে শান্তনা পুরস্কার বিতরন করা হয়, স্বান্তনা পুরস্কার স্পন্সর করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, লোন অফিসার। সংগঠনের জন্য সাউন্ড সিস্টেম স্পন্সর করেন মোহাম্মদ কামাল, সিনিয়র লোন অফিসার হোম সেন্টাল ক্যাপিটাল।
খেলাধুলার পর পরই শুরু হয় দুপুরের বাহারী মজাদার সব খাবার।এত রকমারী খাবারের বাহার দেখে সবারই চোখ জুড়িয়ে যায়।এই খাবারের দায়িত্বে ছিল আহবায়ক মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম,আব্দুস সালাম আজম, নাজমুল হক,কানিজ ফাতেমা পারুল,আব্দুল মান্নান, কানিজ ফাতিমা এমি,খন্দকার এফ করিম, মোজাফফর, রওনক, বাঁধন, শাহীন আজাদ, কায়সার চিসতি, সামাদ হোসেন দেলোয়ার, শহিদুর রহমান ছানা, বাবুল সাহা, মোমরেজ খান, কুব্বাত বিশ্বাস, নাসির হোসেন, মুহাম্মদ রফিকুল ইসলাম, সাইদুর রহমান রন্জু, টিপু সুলতান, আহসানুর রহমান, এমরান, আমিনুর ইসলাম, পলাশী সাহা, সজিব, শাম্মী আক্তার, রুবেল মিয়া, জয়টিকা,আসমা আনজু, রোখসানা আক্তার মালা, শাহনাজ পারভীন রিতা, রবিউল ইসলাম,নাজমা নাজনীন, মোজাফ্ফর হোসেন, জসিম উদ্দিন সহ সমিতির অন্যান্য সকল সদস্য।
দুপুরের খাবারের পর পরই প্রায় সবাই লেকে চলে যান। লেক ভ্রমণ শেষে চলতে থাকে ঝাঁল মুডির মচমচানী শব্দ। নাজমা নাজনীন তার সুস্বাদু ঝাল মুরি সবার মাঝে বিতরন করে মন জয় করে নেন। সেই সাথে চলতে থাকে তরমুজ দিয়ে অতিথীসহ সবাইকে তরমুজ আপ্যায়ন। আপ্যায়নের দায়িত্বে ছিলেন- সাইদুর রহমান রন্জু, সহিদুর রহমান ছানা ও সবুজ মোল্লা। চা ও পানের দায়িত্বে ছিলেন মোসলেহ উদ্দিন সেলিম ও মুহাম্মদ রফিকুল ইসলাম।
অতিথি হিসাবে ছিলেন, ব্রাক ইউনিভার্সিটি সম্মানিত ভাইস চেন্সেলর প্রফেসর সৈয়দ ফারহেদ আনোয়ার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন খান সেলিম সহ-সভাপতি কামরুজ্জামান , সাহিত্য সম্পাদক আক্তার বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, ট্ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, মুলধারার রাজনিতিবীদ ফখরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, ফাহাদ সোলাইমান, রাব্বি সৈয়দ,মোহাম্মদ সোলাইমান আলী ভুইয়া এ ছারাও আরও অনেকেই ছিলেন অতিথির তালিকায়।
দোয়া পরিচালনা করেন, হাজীতৈয়ব উদ্দিন মোল্লা ।সমিতির প্রধান উপদেষ্টা তৈয়েবুর রহমান হারুন পিকনিকে উপস্থিত থেকে সবার কাজ তদারকি সহ অতিথি আপ্যায়ন করেন।
এরপরই শুরু হয়ে যায় রাফেল ড্র-এর আকর্ষনীয় বাহারি আয়োজন। ১৬ টি আকর্ষনীয় পুরস্কার এর মধ্যে ১ম পুরষ্কার: নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক এয়ার টিকেট স্পন্সর আহসান হাবিব উপদেষ্টা মানিকগন্জ সমিতি, ২য় পুরষ্কার স্বর্নের গহনা স্পন্সর আব্দুস সালাম আজম,উপদেষ্টা মানিকগন্জ সমিতি, ৩য় পুরস্কার স্বর্নের চেইন স্পন্সর করেন আকিব হোসেন সিনিয়র লোন অফিসার, ৪র্থ পুরুস্কার : ৬০” টিভি মোঃ আলম পি সি রিচার্ড ৪র্থ, ৫ম পুরস্কার:ল্যাপটপ/ ক্যাশ সৌজন্যে খলিল বিরানী, ৬ষ্ঠ পুরস্কার: ল্যাপটপ সৌজন্য ফাহাদ সোলাইমান, ৭ম পুরস্কার ল্যাপটপ, সৌজন্যে সাউথ ইস্ট ইউএস এ গ্রুপ ৮ম পুরস্কার কক্সবাজারে ২ রাএি যাপনের সুযোগ – সৌজন্যে সাহাদৎ হোসেন বাহার সিইও গোল্ড সেন্ডস গ্রুপ ৯ম পুরস্কার ইয়ার কন্ডিশন সৌজন্যে রুমি/ জাফর জামান, ১০ম পুরস্কার ৪৫” টিভি সৌজন্যে সাইদ হোসেন, ১১ তম পুরস্কার৪৫”টিভি সৌজন্যে কামরুজ্জামান ১২ তম পুরস্ুস্কার মাইক্রোওয়েভ সৌজন্যে রাব্বি সৈয়দ১৩তম পুরস্কার প্রেসার কুকার সৌজন্যে দিপু/ সাম্মী ১৪ তম পুরস্কার, লেজার প্রিন্টার সৌজন্যে শামীম মুজুমদার, ১৫ তম টাউয়ার ফ্যানসৌজন্যে নাসরীন রেজা নদী এবং বিশেষ পুরস্কার কুকিং সেট প্রদান করেন প্রফেসর সৈয়দ ফারহেদ আনোয়ার ভাইস চেন্সেলর ব্রাক ইউনিভার্সিটি। এছাড়াও আরও আকর্ষনীয় মূল্যবান পুরস্কার থাকায় লটারির কুপন কেনার জন্য সবাই হুমরি খেয়ে পরে এড: সামিউল করিম আলমগীর ভাইয়ের উপর। রেফেল ড্র-এর কুপন বিক্রয়ের কাজে নিয়োজিত ছিল:- শাহনাজ পারভীন রিতা, কানিজ ফাতেমা এমি, জয়টিকা জয়া শাম্মী আক্তার সাঈদা ইসলাম হিতু।
এরপরই শুরু হয় সুরের ঝংকারে মন মাতানো গানের পর্ব, এতে গান পরিবেশন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সজল রায়, জনপ্রীয় শিল্পী মরিয়ম মারিয়া, জহুরা আলিম ও আবু সুফিয়ান শিল্পীর গানের মনমাতানো তালে তালে অনেকেই নৃত্যের প্র্যাকটিসও সেরে নেন ক্ষনিকের জন্য। চাঁদার দায়িত্বে ছিলেন সংগঠনের সন্মানিত আহব্বায়ক মোসলেহ উদ্দিন খান সেলিম অর্থ সম্পাদক মোজাফফর হোসেন । গেষ্ট অফ অনার হিসাবে ছিলেন নুরুল আজিম বিশিষ্ট ব্যবসায়ী, সম্পূর্ন নিরপেক্ষ ও সততার সাথে রেফেল ড্র পরিচালনা করেন, আহসান হাবিব, জাহিদুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুস সালাম আজম ও সামীয়ুল করিম আলমগীর ।
পুরো অনুষ্ঠানটি স্থির ও ভিডিও চিত্র ধারন করেন সহ- সভাপতি আমহাদ হোসেন খান (+১ (৯২৯) ৮৯৯-১৪৭২)। সব শেষে সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি আহবায়ক, সদস্য সচিব, প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাধারণ সম্পাদক এবং উপদেষ্টাগণ তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন। প্রধান অতিথি গিয়াস আহমেদ তার বক্তব্যে মানিকগন্জ সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও প্রবাসে সকলের প্রতি সাহায্যের হাত বাড়ানোর উদাত্ত আহবান জানান।
ফখরুল আলম, ফখরুল ইসলাম ইসলাম দেলোয়ার, বেলাল চৌধুরী তাদের ভাষনে মানিকগন্জ সমিতির একতা দেখে অভিভুত হয়ে বলেন সব সময় সমিতির পাশেই ছিলেন ও ভবিষ্যতেও থাকবেন । সর্বশেষে সভাপতি জিকরুল আমিন জুয়েল তার সমাপনি বক্তব্যে কষ্ট করে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানান, এবং বলেন মানিকগন্জ সমিতির সব অনুষ্ঠানই প্রমান করে দিয়েছে প্রবাসের অন্যতম সংগঠন হচ্ছে আমাদের প্রানের সংগঠন মানিকগন্জ সমিতি।
সংগঠন আরও মজবুত করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদ মিয়া ও সম্মানিত উপদেষ্টা আহসান হাবিব।
Posted ১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh