রশীদ আহমদ : | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র ইলেক্ট জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্যদের সাথে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্না পার্টি হলে আয়োজিত মতবিনিময় সভায় ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার এর পরিচালনায় সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ । স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।
ট্রানজিশনাল টিমের সদস্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আব্দুল আজিজ ভূঁইয়া, আরমান চৌধুরী, শামসুল হক, কাজী ফৌজিয়া, তাজিন আজাদ ও ফারিহা আক্তার। ট্রানজিশনাল টিমের শাহরিয়ার রহমানও ছিলেন।

এছাড়া নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি’র সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন, ফখরুল ইসলাম, এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, ড্রিস্টিক ৩৬ এর এসেম্ব্যালিওম্যান প্রার্থী মেরি জুবাইদা, আকবর হায়দার কিরণ, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সুলতানা রহমান, সাপ্তাহিক প্রথম আলো নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, আইঅন টিভির রিমন ইসলাম, টাইম টিভির সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ।
নিউইয়র্ক সিটি মেয়র ইলেক্ট জোহরান মামদানীর ট্রানজিশনাল টিমের সদস্য আব্দুল আজিজ ভুইয়া বলেন, আগামী ১লা জানুয়ারি শপথ নিতে যাওয়া নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে কাজ করতে ইতিমধ্যে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়েছে।
এর মধ্যে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা কত তা এখনো স্পষ্ট নয়। তবে বাংলাদেশিদের মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া গেলে তারা সিটি টিমে অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তার বক্তৃতায় তার রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলী বর্ণনা দিয়ে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট নিজে হোয়াইট হাউসে বসে মেনশন করেছে বাংলাদেশি কমিউনিটি যেখানে বেশি সেখানেই মামদানি বেশি ভোট পেয়েছে। তার মানে বাংলাদেশি ভোটারদের আলোচনা এখন হোয়াইট হাউজেও হচ্ছে। এর সাথে হোয়াইট হাউস বাংলাদেশি ভোটারদের বার্তা পৌঁছে গেছে। তিনি আরো বলেন, আমরা যোগ্য লোক খুজতেছি সিটি হলে পাঠানোর জন্য। মামদানীর নিকট ব্রকলিন ও কুইন্সে একাধিক কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি করেছেন। তিনি মেরি জুবাইদা কে ভোট দেওয়ার অনুরোধ জানান।
কমিউনিটি মিডিয়া মামদানীকে জয়ী করার জন্য প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। আরমান চৌধুরী সিপিএ বলেন, মামদানির মেয়র হওয়াটা এত সহজ ছিল না। এর কারণ একটা শক্তিশালী গ্রুপ মামদানির বিপক্ষে কাজ করেছে। শুধু তাই নয় স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এর সাথে বর্তমান ক্ষমতাসীনরা একট্টা হয়ে মাদানীর বিরোধিতা করেছে। কিন্তু মুসলিম ও বাংলাদেশী ভোটারদের কারণে মামদানি বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
তিনি আরো বলেন,এ বছর মেয়র নির্বাচনে বাংলাদেশী আমেরিকানরা সবচেয়ে বেশি ভোট প্রদান করেছে। আর একারণেই আমরা ট্রানজিশনাল টিমের সদস্য হয়েছি। এটা আমাদের কোন ব্যক্তগত কৃতিত্ব না। এটা গোটা কমিউনিটির কৃতিত্ব। আগামীতে আমরা যদি আরও বেশি ভোটার হই এবং ভোট প্রদান করি তাহলে আমাদের আবস্থা আরও শক্তিশালী হবে।
ডাঃ ওয়াজেদ খান বলেন, নিউইয়র্ক সিটির ৩৬০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ মেয়র মামদানি। আগামী ১ জানুয়ারি তার অভিষেক। বাংলাদেশী ১০জনকে তার ট্রানজিশনাল টিমে অন্তর্ভূক্তির জন্য মেয়রকে ধন্যবাদ জানান ডাঃ ওয়াজেদ খান। মেয়র মামদানির আগামী প্রশাসনে বাংলাদেশীদের নায্য অংশীদারিত্ব এবং বাংলাদেশী মিডিয়ার সমান অধিকার নিশ্চিতের ব্যাপারে টিমের সদস্যদের দৃষ্টি আর্কষন করেন তিনি। এছাড়া ট্রানজিশনের জন্য তহবিল সংগ্রহে কমিউনিটির সহযোগিতা বিষয়ে গুরুত্বারোপ করেন।
হক বলেন, এই নির্বাচন শুধু আমেরিকাতেই নয় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। অথচ এই সিটিতে বসবাস কারীদের ব্যয়বহুল জীবন যাপন করে ।সিটিতে বসবাস খুবই ব্যয়বহুল । সিটিবাসীর জীবন যাপনের লাগাম সাধ্যের বাইরে চলে গেছে।
এর লাগাম টেনে ধরার জন্যই মামদানিকে জয়ী করে আমরা সিটি হলে পাঠিয়েছি। ড্রাম এর কাজী ফৌজিয়া বলেন, ২০০৮ সালে এদেশে আসার পর থেকে নিরলস সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে একাধিক নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছি। ফলে মাদানী ট্রানজিশনাল টিমে আমরা ১২ জন বাংলাদেশী তাদের নিজ নিজ অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছি। এই অবদান আপনাদের সাংবাদিক ও মিডিয়া কর্মীদেরও অবদান রয়েছে।
তাজিম আজাদ বলেন, আপনাদের সহযোগিতায় আমি প্রাইমারি স্কুল বোর্ডে সংযুক্ত হতে সক্ষম হয়েছি। আমাদের দাবি ও কথা মেয়র নিশ্চয়ই শুনবেন। বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বর্তমানে অনেক ভালো করতেছে এবং এ ধারাবাহিকতা বজায় থাকলে তারা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে ইনশা আল্লাহ। ফারিয়া আক্তার বলেন, সাশ্রয়ী ও আনন্দময় জীবন যাপন করার জন্য দীর্ঘদিন থেকে আমরা সংগ্রাম করে যাচ্ছি। আগামী প্রেসিডেন্ট নির্বাচন আদৌ হবে কিনা আমরা অনিশ্চিতার মধ্যে আছি । আমাদের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি অনুরোধ জানান।
অনুষ্ঠানে ট্রানজিশনাল টিমের শাহরিয়ার রহমান,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ,দফতর ও প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য রওশন হক ও ফারুক হোসেনসহ সিনিয়র সাংবাদিক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। ট্রানজিশনাল টিমের সম্মানিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব ক্লাবের কার্যকরী কমিটির নব-নির্বাচিত সদস্যবৃন্দ।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh