নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
গত ২৭ জুলাই নিউইয়র্ক সাউথ জোনের আয়োজনে ব্রুকলিনের পাঞ্জাব পার্টি হলে মুনা কনভেনশন ২০২৫ উপলক্ষে ইমাম ও কমিউনিটি লিডারশিপ ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ। সঞ্চালনা করেন জোন সেক্রেটারি একেএম সাইফুল আলম ও জোন বায়তুল মাল সম্পাদক হাসান সরোয়ার্দী দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে আমেরিকার মুসলিম কমিউনিটির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং ইমামদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। অতিথি বক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, সাবেক প্রেসিডেন্ট আবু আহাম্মেদ নুরুজ্জামান, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, সিপিএ, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ওবায়দা, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রুহুল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী ইসমাইল, তরুণ কমিউনিটি নেতা সাফায়াত হোসেন সাফ।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলের অসংখ্য ইমাম, খতিব, এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এবং আগামী ৮, ৯ ও ১০ আগস্ট ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য মুনা কনভেনশন ২০২৫-এ অংশগ্রহণের জন্য দেশব্যাপী সকল ইমাম, খতিব, কমিউনিটি লিডার, পরিবার এবং মুসলিম কমিউনিটির সকল সদস্যকে আমন্ত্রণ জানান।
প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও অনুবাদ পাঠ করেন ব্রুকলিন ইসলামী সেন্টার এর ইমাম জুনায়েদ হোসাইন। এছাড়া অনুষ্ঠানে মুসলিম সমাজের উন্নয়ন, ইসলামী শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে ইমামদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা মুনা’র বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজ পরিবেশন করা হয়।
Posted ১১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh