বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৩ জুলাই ২০২৫
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড। ছবি : সংগৃহীত
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের যেসব নথিপত্রে কথিত দেশীয় ‘চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের’ পদ্ধতির অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড এমনটাই বলেছেন।
ফ্লোরিডার টার্নিং পয়েন্ট ইউএসএ পাবলিক অর্গানাইজেশনের সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তুলসি বলেন, এই নথিগুলো আমরা খুব শিগগিরই প্রকাশ করব। আমরা প্রকাশ করব যে, কীভাবে বাইডেন প্রশাসনের প্রথম দিনে, অর্থাৎ ২০২১ সালের ২১ জানুয়ারি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি স্মারকলিপি জারি করেছিলেন। সেটি ছিল মূলত কাদেরকে ঘরোয়া সহিংস চরমপন্থী হিসেবে টার্গেট করবে, তার ভিত্তি স্থাপন।’
তুলসি আরও বলেন, কোভিড মহামারীকালীন বিধিনিষেধের বিরুদ্ধে থাকা ব্যক্তিরা, স্কুলে অনিচ্ছাকৃত টিকাদানের ভয়ে থাকা অভিভাবকরা এবং কর্তৃপক্ষের পদক্ষেপের সঙ্গে একমত না হওয়া ব্যক্তিদের ‘ঘরোয়া চরমপন্থী’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।
তিনি বলেন, আমিসহ তালিকায় থাকা ব্যক্তি, গোষ্ঠী, চিন্তাভাবনা, বাকস্বাধীনতা, তাদের ঘরোয়া সহিংস চরমপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই তকমাটি পরবর্তীতে ‘ঘরোয়া সহিংস চরমপন্থীদের পেছনে যাওয়ার নামে আমেরিকানদের বাকস্বাধীনতা সেন্সর করতে বাধ্য করার জন্য ব্যবহার করা হয়েছিল।’
Posted ১০:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh