বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
শোটাইম মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। গত ১২ মে বিশ্ব মা দিবসে জ্যামাইকার মেরি লুইস একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জমজমাট এই মেলায় প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানটির গ্র্যান্ড স্পন্সর ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইস্টার্ন ইনভেস্টর এবং রিভারটেল, পাওয়ার্ড বাই আশা হোম কেয়ার এবং সাপ্তাহিক সাদা কালোর প্রধান সম্পাদক আকাশ রহমান।
১২ মে রোববার জ্যামাইকার মেরি লুইস প্রাঙ্গণে উপচে পড়া প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি প্রমাণ করে বৈশাখী উৎসবই হলো বাঙালির প্রাণের উৎসব, আমাদের লোকজ উৎসব এবং আমাদের ভালোবাসার উৎসব। শোটাইম মিউজিকের পক্ষ থেকে নিউইয়র্কবাসী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় অনুষ্ঠানের উদ্বোধক ইস্টার্ন ইনভেস্টরের প্রেসিডেন্ট অ্যান্ড সিও নুরুল আজিমকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান, নয়া ডিস্ট্রিবিউটর’র সিইও লিটু চৌধুরী ও বেলাল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ব্রুকলিন কমিউনিটি বোর্ড মেম্বার রাব্বি সৈয়দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ল’ অফিস অব কিম’এর মো. খালেক, ফ্রেশ ফুড ইউএসএর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মো. সারওয়ার এবং নাসির আলী খান পল।
মেলায় বিভিন্ন ধরনের শাড়ি, জুয়েলারি এবং খাবারের স্টল ছিল। বিকেল থেকেই দেশ ও প্রবাসের শিল্পীরা মাতিয়ে রাখেন মঞ্চ। প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে রানু নেওয়াজ, শাহ মাহবুব, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, চন্দ্রা রয়, অনিক রাজ, শিশুশিল্পী লিয়ানা মাতিয়ে রাখেন মঞ্চ। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বন্যা তালুকদার এবং বিন্দু কণার পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হয় র্যাফল ড্র। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক প্রথম পুরস্কারটি জিতে নেন নুরুল আজিম।
সৌজন্যে ওয়ার্ল্ডস ট্রাভেলস অ্যান্ড টুর। এ ছাড়া ব্লু গ্রিন ইন্স্যুরেন্সের পক্ষ থেকে একটি সোনার চেইন এবং কমিউনিটি ব্যবসায়ী মোহাম্মদ নমির সৌজন্যে একটি শাড়ি র্যাফল ড্রতে উপহার দেন। বিজয়ীদের মাঝে র্যাফল ড্রয়ের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শারমিন সিরাজ সোনিয়া, মিয়া মোহাম্মদ দুলাল ও বাবু জামান। রাত প্রায় ১১টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আয়োজকদের পক্ষ থেকে রিভারটেল ও এর প্রধান কর্ণধার রুহিন হোসেনকে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়া অ্যাটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী (নোয়া ডিস্ট্রিবিউটর), বেঙ্গল হোম কেয়ার, সিলেট মোটরস, তারেক হাসান খান (গ্লোবাল এমএস), এমডি খলিলুর রহমান (খলিল বিরিয়ানি হাউস), শ্যামল তালুকদার (এসএস ব্রোকারেজ), মাছওয়ালা ডিস্ট্রিবিউটর, মিনা ফুডস, রহমান মালিক, বাংলা ট্রাভেল, নবান্ন রেস্টুরেন্ট, আব্দুর রশিদ বাবু, রিদওয়ান হক, চিশতি সিপিএ, কোর ভিশন, ফ্রেশ ফুডস, খোকন চৌধুরী, ডিউক খান, হাসান জিলানীসহ এই মেলা সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়।
Posted ৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh