নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
আগামী ৭ সেপ্টেম্বর সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হবে। গত ১১ আগস্ট সোমবার জামাইকায় সিলেট সদর থানা এসোসিয়েশন এর কার্যকরী পরিষদের সভায় ৭ সেপ্টেম্বর রোববার এস্টোরিয়া পার্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার বার্ষিক বনভোজন ও মিলনমেলার তারিখ নির্ধারণ করা হয়।
সংগঠনের সভাপতি আর.সি টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তালহা রহমান রাব্বি,সহ সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী,আতাউল হাকিম হাসান,কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর চৌধুরী,মহিলা সম্পাদিকা ফাহমিদা বেগম শাম্মা,সিনিয়র সদস্য দুলাল মিয়া এনাম,ফারুক আহমদ প্রমুখ ।
সভায় বক্তারা বনভোজন সফল করতে কম্যুনিটির সবার সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh