বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
২০২৫ সালের সোস্যাল সিকিউরিটি বেনিফিট এবং সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম (এসএসআই) আয় বা অর্থ প্রদান ২.৫ শতাংশ বৃদ্ধি পাবে। ৭২.৫ মিলিয়নেরও বেশি আমেরিকানের জন্য সম্প্রতি সোশ্যাল সিকিউরিটি প্রশাসন থেকে বাড়তি সুবিধার বিষয়ে জানানো হয়েছে। সামাজিক নিরাপত্তা অবসরের সুবিধাগুলো জানুয়ারি থেকে শুরু করে প্রতি মাসে গড়ে প্রায় ৫০ ডলার বৃদ্ধি পাবে।
গত এক দশকে কোলা বৃদ্ধি গড়ে প্রায় ২.৬ শতাংশ হয়েছে। ২০২৪ সালে কোলা ছিল ৩.২ শতাংশ। প্রায় ৬৮ মিলিয়ন সোস্যাল সিকিউরিটি সুবিধা পান এমন সুবিধাভোগীরা ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া ২.৫ শতাংশ কস্ট-অব-লিভিং অ্যাডজাস্টমেন্ট (COLA) দেখতে পাবেন। এসএসআই প্রাপ্ত প্রায় ৭.৫ মিলিয়ন লোককে বাড়তি অর্থ প্রদান ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হবে। কিছু মানুষ সোস্যাল সিকিউরিটি বেনিফিট ও এসএসআই দুটিই পাবেন।
সোস্যাল সিকিউরিটি কমিশনার মার্টিন ও’ম্যালি বলেছেন, সোস্যাল সিকিউরিটি বেনিফিট এবং এসএসআই অর্থ প্রদান ২০২৫ সালে বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি কমতে শুরু করলেও মিলিয়ন মিলিয়ন লোককে খরচ সহ্য করতে সাহায্য করবে। কিছু অন্যান্য সমন্বয়, যা প্রতিবছরের জানুয়ারিতে কার্যকর হয় গড় মজুরি বৃদ্ধির ওপর ভিত্তি করে। সে হিসাবে সোস্যাল সিকিউরিটি ট্যাক্স (সর্বোচ্চ কর) সাপেক্ষে উপার্জনের পরিমাণ সর্বোচ্চ হিসাবে ১৬৮,৬০০ থেকে ১৭৬,১০০ ডলার বৃদ্ধি পাবে।
সোস্যাল সিকিউরিটি ডিসেম্বরের শুরুতে মেইলের মাধ্যমে লোকেদের তাদের নতুন সুবিধার পরিমাণ সম্পর্কে অবহিত করতে শুরু করবে। এ বছর প্রথমবারের মতো সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীরা একটি নতুন ডিজাইন করা এবং উন্নত কোলা নোটিশ পাবেন। যেটি গ্রাহকদের জন্য তাদের সবচেয়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সহজ করবে। নোটিশটি এখন শুধু একটি পৃষ্ঠার। এতে সরল এবং ব্যক্তিগতকৃত ভাষা ব্যবহার করা হচ্ছে। একজন ব্যক্তির নতুন সুবিধার পরিমাণের সঠিক তারিখ এবং ডলারের পরিমাণ এবং যেকোনো ছাড় থাকলে তাও উল্লেখ করা হবে।
যেসব ব্যক্তির মাই সোস্যাল সিকিউরিটি অ্যাকাউন্ট আছে, তারা তাদের কোলা নোটিশ অনলাইনে দেখতে পারেন। এটি নিরাপদ, সহজ এবং মেইলে চিঠি পাওয়ার চেয়ে দ্রুত। যখন একটি নতুন বার্তা আসে, তখন ওই অ্যাকাউন্টধারী টেক্সট বা ইমেইল সতর্কতা সেটআপ করতে পারেন। যেমন তাদের কোলা নোটিশ, মাই সোস্যাল সিকিউরিটি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। সেখানে গিয়ে নোটিশ দেখা যাবে। কেউ যদি মনে করেন, তার চিঠি কোনো কারণে নাও পেতে পারেন বা সহজেই অনলাইনে দেখতে চান, তারা অনলাইনে তাদের কোলা বিজ্ঞপ্তি দেখার জন্য ২০ নভেম্বরের মধ্যে একটি মাইসোস্যাল সিকিউরিটি অ্যাকাউন্ট করতে হবে। এ জন্য www.ssa.gov/myaccount-এ গিয়ে এটি করতে পারবেন।
২০২৫ সালের মেডিকেয়ার পরিবর্তন সম্পর্কে কারও যদি তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে তিনি www.medicare.gov-এ গিয়ে দেখতে পারবেন।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh