সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাডসন ইয়ার্ডসের অনুষ্ঠানে বাংলাদেশি প্রতিষ্ঠান আইরেকম

নিউইয়র্ক :   |   শুক্রবার, ৩০ জুন ২০২৩

হাডসন ইয়ার্ডসের অনুষ্ঠানে বাংলাদেশি প্রতিষ্ঠান আইরেকম

বাঁ থেকে জান ফাহিম, মোহাম্মদ ইসমাইল আহমেদ, আলী আহসান

নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী মালিকানাধীন প্রথম সারির রিয়েল এস্টেট ফাইন্যান্সিং প্রতিষ্ঠান ‘আইরেকম’ এবং ‘ফিনটেক’ তাদের গুরুত্বপূর্ণ সামার নেটওয়ার্কিং কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে গত ২১ জুন নিউইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে খুব সাধারণ অবস্থা থেকে যাত্রা শুরু করা বিশ্বের সর্ববৃহৎ রিয়েল এস্টেট প্ল্যাটফর্মে প্রধান ভূমিকা পালনকারী হিসেবে ‘আইরেকম’ এর সাফল্য প্রমাণিত হয়েছে।


‘আইরেকম’ মাল্টি-ফ্যামিলি, মিক্সড-ইউজ, রিটেইল. ওয়্যারহাউজ, হোটেল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিসহ বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট সম্পত্তিতে সরাসরি ঋণগ্রহীতাকে সরাসরি ঋণ প্রদানের ব্যাপক সুযোগ সৃষ্টি করে রিয়েল এস্টেট খাতে এক বিপ্লব সাধন করেছে। অত্যাধুনিক ডাটা অ্যানালিটিক্স এবং উন্নততর এআইন প্রযুক্তি ব্যবহার করে ‘আইরেকম’ ঋণদান প্রক্রিয়াকে সহজতর ও ত্বরান্বিত করেছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হয়েছে। ইসমাইল আহমেদ, মোহাম্মদ জান ফাহিমের গতিশীল নেতৃত্বে এবং আবাসিক ও বাণিজ্যিক রিয়েল এস্টেট খাতে একদল দক্ষ মর্টগেজ এক্সপার্ট বাংলাদেশী ইমিগ্রান্ট কমিউনিটিতে ‘আইরেকম’ প্রভাবশালী সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। এ প্রতিষ্ঠান বাংলাদেশী ব্যবসা ও রিয়েল এস্টেট উদ্যোক্তদের তাদের বিভিন্ন ধরনের আর্থিক প্রয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশী কমিউনিটির বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ, যা নিউইয়র্ক সিটিতে রিয়েল এস্টেট খাতে প্রভাবশালীদের কাছে যাওয়ার সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে যেসব প্রতিষ্ঠান ছিল, সেগুলো হচ্ছে; ব্ল্যাকরক, জেএলএল, কুশম্যান এবং ওয়েকফিল্ড, কী ব্যাংক, ক্যাপিটাল ওয়ান ব্যাংক, কেপিএমজি, চেজ। এছাড়া প্রাইভেট ইক্যুইটি ফার্ম, রিয়েল এস্টেট বিনিয়োগ কোম্পানি এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলকালে ‘আইরেকম’ এর সিইও ইসমাইল আহমেদ বাংলাদেশী কমিউনিটির জন্য তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন যে, আমরা নিউইয়র্ক সিটিতে আমাদের কমিউনিটির আর্থিক ও ও রিয়েল এস্টে খাতে যারা গুরুত্বপূর্ণ তাদের দোরগোড়ায় পৌছাতে চাই। আমাদের লোকজন যদি আরো ব্যাপকভাবে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে তারা উপলব্ধি করতে সক্ষম হবেন যে উচ্চতর পর্যায়ে কীভাবে ব্যবসা পরিচালিত হয়।


‘আইরেকম’ এর অপর অংশীদার মোহাম্মদ জান ফাহিম বলেন, ‘দীর্ঘ ২৭ বছরের অধিক সময় যাবত আবাসিক রিয়েল এস্টেট খাতে বাংলাদেশী কমিউনিটিকে সেবা দান করার পর আমি এই খাতে বিনিয়োগে কমিউটির তাৎপর্যপূর্ণ বিনিয়োগ বৃদ্ধি দেখেছি। অবশ্য আমাদের এখনও আরো পথ যেতে হবে। ‘আইরেকম’ এর আমরা আমাদের কমিউনিটির জন্য ঋণদান প্রক্রিয়া ত্বরান্বিত করার দিকগুলোর প্রতি খেয়াল রাখি।” বাংলাদেশী কমিউনিটির সদস্যদের যারা বাণিজ্যিক রিয়েল এস্টেট বিনিয়োগে আগ্রহী তারা বিস্তারিত তথ্য জানতে ‘আইরেকম’ এর www.irecomm.com ওয়েবসাইট ভিজিট, ইনস্টগ্রামে @irecomm_fintech ফলো করতে অথবা সরসরি ২১২-৮৯৯-৫২৮২ নম্বরে ফোন করতে পারেন।


advertisement

Posted ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.