বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
করোনার সংক্রমণ রোধে ফেস মাস্ক পরিহিত ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার বিমানবন্দরে টার্মিনাল ত্যাগ করছেন। ২৪ নভেম্বর, ২০২০। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্র পূর্ণ ডোজ ভ্যাকসিন টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিচ্ছে। ১৫ অক্টোবর (শুক্রবার) এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকেই ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য ভ্রমণে আর বাধা থাকছে না। গত বছরের মার্চ মাসে কোভিড মহামারি নিয়ন্ত্রণে কঠিন বাধানিষেধ আরোপ করেছিল দেশটি।
যারা মার্কিন নাগরিক নন তাদের জন্য এতদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন ছিল। ১৪ দিনের মধ্যে যারা বৃটেন, ইউরোপের বেশীরভাগ দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন তাদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ৮ নভেম্বর থেকে ভ্যাকসিন নেয়াদের জন্য এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
এরপর থেকে ভ্যাকসিন গ্রহণের সনদ ও কোভিড নেগেটিভ সনদ দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে। হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনগুলোর মধ্যে একটি নিলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।
Posted ৩:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh