মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটিকে অধিকতর নিরাপদ করেছি : এরিক অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

সিটিকে অধিকতর নিরাপদ করেছি : এরিক অ্যাডামস

প্রতি বছর নিউইয়র্ক সিটি মেয়র সিটির বাজেট ঘোষণাকালে বাজেটের ওপর তাঁর বক্তব্য পেশ করেন। এবারও এর ব্যত্যয় হবে না। সিটি মেয়র এরিক অ্যাডামস তার প্রাথমিক বাজেট বক্তব্যে বাজেট ব্যয় সম্পর্কে বলেছেন যে আমরা যা ব্যয় করছি শুধু সেটিই বাজেট নয়। এটি প্রকৃত অর্থে আমাদের মূল্যবোধের ওপর বক্তব্য এবং উদ্দেশ্য সম্পর্কিত ঘোষণা, যাকে ভিত্তি করে আমরা আমাদের সিটিকে আরও নিরাপদ, আরও সমৃদ্ধ এবং সিটিকে সকলের জন্য আরো সমতাভিত্তিক করতে পারি।

মেয়র বলেন, নিউইয়র্কের মতো একটি বিশাল সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই আমার প্রশাসনের ওপর দায়িত্ব বর্তেছে অর্থনৈতিক শৃংখলা বিধান করা, সিটি প্রশাসনকে সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা এবং এর ইতিবাচক ফলাফল নিশ্চিত করা। গত বছর আমরা আমাদের সিটিকে নিরাপদ করতে পেরেছি এবং আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সকল নিউইয়র্কারের জন্য জননিরাপত্তা, অ্যাফোর্ডেবল হাউজিং ও পরিচ্ছন্ন সড়কসহ কল্যাণকর কর্মসূচি বাস্তবায়নে আমাদের সমর্থনে কোনো ঘাটতি পড়েনি।


এরিক অ্যাডামস বলেন, বাজেটে নতুন ব্যয় বরাদ্দ হলে তা নি:সন্দেহে সকলের জন্য উচ্ছাস সৃষ্টির বিষয় এবং এতে কোনো সন্দেহ নেই যে, অনেকে আমাদের প্রতি আহবান জানাবেন যে আমরা যাতে আমাদের সাধ্যের বাইরে গিয়ে ব্যয় করি। কিন্তু এ বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে, ব্যয়ের ক্ষেত্রে আমরা আজ এমন কিছু করতে চাই না, যা আমাদের ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

রাজস্ব আয় হ্রাস, বেড়ে চলা স্বাস্থ্যসেবার ব্যয় এবং টেক্সাস থেকে বাসযোগে নিউইয়র্কে পাঠিয়ে দেওয়া রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অব্যাহত সংকটের মধ্যে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দৃঢ় অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে আমরা চলতি আর্থিক বছর ও আগামী বছরের জন্য ৩ বিলিয়ন ডলার সাশ্রয় করেছি এবং আমাদের পক্ষে এই চমৎকার সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে সিটির কোনো কর্মচারিকে চাকুরিচ্যুত না করে এবং সেবা হ্রাস না করে। বিশেষ করে আমাদের ব্যয় সাশ্রয়ী কর্মসূচি বাস্তবায়নে আমরা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ও জননিরাপত্তার কোনো বিষয়ের সঙ্গে আপোষ করিনি।


তিনি বলেন যে আমি গর্বিত যে উল্লিখিত চ্যালেঞ্জগুলো সত্বেও আমরা বিগত বছরের কর্মসূচিগুলোকে চলমান রাখতে সচেষ্ট ছিলাম, বিশেষ করে আনর্ডড ইনকাম ট্যাক্স ক্রেডিটের ওপর, যা শ্রমজীবী পরিবারগুলোকে প্রত্যক্ষ সুবিধা দেয়। সিটির ইতিহাসে আমরা সর্ববৃহৎ সামার জব কর্মসূচির ব্যবস্থা করেছি। মহামারী চলাকালে বেড়ে চলা আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট সহিংসতা দমনে আমরা কার্যকর ভূমিকা পালন করেছি। আমরা আবাসনের জন্য বিনিয়োগের অপেক্ষা না করে উইলেটস পয়েন্টে কয়েক হাজার ইউনিটের অ্যাফোর্ডেবল হাউজিং এবং বিশ্বমানের একটি ফুটবল স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করেছি।

তিনি আরও উল্লেখ করেন যে ফেডারেল স্টিমুলাস অর্থ প্রদান শেষ হয়ে গেলেও আমরা ছাত্রদের তহবিল সংস্থান অব্যাহত রেখেছি এবং ২০২৪ সালের জন্য তা অতিরিক্ত ৮০ মিলিয়ন ডলারে উন্নীত হবে এবং আরও একটি অর্থবছরের জন্য থাকবে মোট ১৬০ মিলিযন ডলার। অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণের ক্ষেত্রে আমরা যথাসাধ্য অগ্রগতি সাধন করেছি। সিটির প্রিলিমিনারি বাজেটে সংরক্ষিত অর্থের পরিমাণ ৮.৩ বিলিয়ন ডলার, যাতে আকস্মিক কোনো সংকট উপস্থিত হলে সংখট উত্তরণে আমাদের কোনো সমস্যা না হয়।


advertisement

Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.