বাংলাদেশ অনলাইন | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
নিউইয়র্ক : শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস বৈশাখী উৎসব ও বাংলা বর্ষবরণ ১৪৩১। জ্যামাইকায় অবস্থিত দ্যা মেরি লুইস একাডেমিতে (176-21 Wexford Terrace, Jamaica, NY 11432) এই বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে থাকছে পান্তা ইলিশ, রকমারি শাড়ি কাপড়ের স্টল, রকমারি পিঠা স্টল, জুয়েলারি স্টল ও মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর দুইটা টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রবাসের কণ্ঠশিল্পীদের পরিবেশন। আরো থাকছে মন মাতানো ফ্যাশান শো ও আকর্ষণীয় রাফেল ড্র। উৎসবে কোন প্রবেশ মূল্য নেই। সবার জন্য পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে দুপুর তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। বৈশাখী উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী এবং দোহার উপজেলা সমিতির সম্মানিত প্রেসিডেন্ট জনাব দুলাল বেহেদু। বর্ণিল এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক শোটাইম মিউজিক। অনুষ্ঠানের স্পন্সর করছেন গ্র্যান্ড স্পন্সর নুরুল আজিম, পাওয়ার্ড বাই রিভারটেল এবং বিলাল চৌধুরী। বিশেষ সহযোগিতায় গিয়াস আহমেদ, মিলন্টন ভূইয়া, জাকির চৌধুরী, তারেক হাসান খান, অ্যাটর্নি মঈন চৌধুলী, মোহাম্মদ ফকরুল ইসলাম দেলোয়ার, রহমান মালিক, বারি হোম কেয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, মাছওয়ালা ডিস্ট্রিবিউটর, মিনা ফুডস, ব্লু গ্রীন ইন্স্যুরেন্স, মোহাম্মদ খালেক, ল’ অফিস অব রুম জান্নাতুল, মানহা’র ক্লজেট, সেলিম বিরিয়ানি হাউজ।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh