নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার সফল স্বপ্নদ্রষ্ট্রা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৯ জুন জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে পালন করা হবে। এ অয়োজনকে সফল করতে সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন বিকেল ৫টায় জ্যামাইকায় অনুষ্ঠিত এই সভায় আহ্বায়ক ড. মোহসীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাব উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন ডা. মুজিবুল হক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মতিউর রহমান, নাজির আহমেদ চৌধুরী, হারুন রশীদ, আব্দুল হান্নান, মোহাম্মদ শহীদ, মন্টু চৌধুরী, আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা জানান, স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ, রাষ্ট্রচিন্তাবিদ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৯ জুন কুইন্সের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তারা।
সভায় বক্তারা বলেন, সিরাজুল আলম খান এমন একজন মানুষ ছিলেন, ১৯৬২ সাল থেকে তিলে তিলে ছাত্র-শ্রমিক-জনতাকে সংঘটিত করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনে দেন। দেশের মেহনতি মানুষ, শ্রমজীবী-কর্মজীবী মানুষের প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শহর থেকে গ্রাম পর্যায়ে উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ রাষ্ট্র ও জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য তিনি অসংখ্য বই লিখে গেছেন। যা বর্তমান সময়ের সমাজ উন্নয়নের গবেষণার দরকার।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এই ব্যক্তির জীবনাদর্শ বেশি করে আলোচনা করা দরকার। দেশ ও জাতি তাতে উপকৃত হবে।
Posted ১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh