বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন রোববার কুইন্সের জ্যামাইকায়। ‘বাঙালিয়ানায় বাংলা উৎসব শীর্ষক এবারের দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে জ্যামাইকার টমাস এডিসন হাই স্কুলের সামনের খোলা রাস্তায় (১৬৫-৬৫ ৮৪ এভিনিউতে)। মেলার বিশেষ আকর্ষণ থাকবে স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পান্তা-ইলিশ আপ্যায়ন। এছাড়াও অন্যান্য আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর হরেক রকমের স্টল। মেলার টাইটেল স্পন্সর হচ্ছে গোল্ডেন হোমকেয়ার।
অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার ভিন্ন মাত্রিক পথমেলায়র আয়োজন করেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। এজন গঠন করা হয়েছে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি। সংগঠনটির কর্মকর্তাগণ দিনরাত কাজ করছেন পথমেলাকে সফল করতে। মেলা সার্বিক প্রস্তুতি চূড়ান্ত প্রায় বলে জানান আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী।
এবারের মেলায় বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক স্টল থাকবে। বিশেষ করে ফ্যাশনাবল জামা কাপড়, খাবার ও অন্যান্য সামগ্রীর স্টল। দর্শক-শ্রোতাদের জন্য থাকবে উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সব কিছু মিলিয়ে একটি বিনোদনমূলক মেলা উপহার দেয়ার সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানান মেলা কমিটির সদস্য সচিব রিজু মোহাম্মদ। মেলায় অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
খোলা আকাশের নীচে পথমেলা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত চলবে এবং স্ক্রীপ করা অনুষ্ঠান উপহার দেয়া হবে। সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন চিত্র নায়িকা মৌসুমী, সঙ্গীত শিল্পী মিলা, বিন্দু কনা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তারা মেলটি সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এতে বিপুলসংখ্যক প্রবাসি বাঙালি ছাড়াও বিভিন্ন কমিউনিটির দর্শক, শুভানুধ্যায়ীরাও উপস্থিত থাকবেন। বছরের বাংলা উৎসবে গ্র্যান্ড স্পন্সর হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজীম। ইভেন্ট পার্টনার শো-টাইম মিউজিক, ডায়মন্ড স্পন্সর সোনারগাঁও সিদ্ধ বাসমতি চাল, প্লাটিনাম স্পন্সর শাহ গ্রুপ, গোল্ড স্পন্সর সাদাকালো এবং সিলভার স্পন্সর হিসেবে রয়েছে রিলায়েবল হোম কেয়ার।
এবারের পথমেলার অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ আপ্যায়ন। হাইল্যান্ড অ্যাভিনিউয়ের ক্যাপ্টেন টিলি পার্কে পান্তা ইলিশ আপ্যায়ন করা হবে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত। পান্তা ইলিশ আয়োজনের উদ্বোধক মূলধারার রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার। মেলার কনভেনর বিলাল চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাভাপতি এ এফ মিসবাউজ্জামান মেলায় সবাইকে আমন্ত্রণ জানান।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh