বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
জ্যামাইকা হিলসে ভালো মেলা অনুষ্ঠিত হবে ৩০ জুন রোববার। সাম্প্রতিককালে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে সেবামূলক কার্যক্রম চালিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ‘ভালো’। নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশী আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড লীডারশীপ আউটরিচ’ সংক্ষেপে ভালো। ভয়াবহ করোনা মহামারিকালে গোটা নিউইয়র্ক সিটি যখন নিস্তব্ধ, মূহ্যমান শোকে। তখন একদল নির্ভীক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে নেমে আসেন রাস্তায়।
সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন করোনা আক্রান্ত মানুেেষর প্রতি। বিশেষ করে খাবার, চিকিৎসা ও করোনা প্রতিরোধী সামগ্রী নিয়ে। শাহারিয়ার রহমানের নেতৃত্বে সেই থেকে তারা দরিদ্র ও দুর্গত মানুষের পাশে থেকে কুড়িয়ে আসছেন প্রশংসা। মূলধারার জনপ্রতিনিধিদের সাথেও রয়েছে তাদের নিবিড় সর্ম্পক।
রোজা, ঈদ সহ বিভিন্ন উৎসবে ভালো আয়োজন করে থাকে সামাজিক সম্প্রীতি সমাবেশ। স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে এই প্রথমবারের মতো মেলার আয়োজন করছে ভালো। আগামী ৩০ জুন রোববার জ্যামাইকা হিলসের ১৬৫ স্ট্রিট থেকে ১৬৯ স্ট্রীট জুড়ে হাইল্যান্ড এভিন্যুতে অনুষ্ঠিত হবে ভালো মেলা। বিশাল এলাকা জুড়ে প্রশস্ত এভিন্যুতে অপরাহ্ন ২টা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। এজন্য ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি।
নিউইয়র্ক সিটিতে বিভিন্ন সময় অনুষ্ঠিত পথমেলার চেয়ে ভালো মেলা ব্যতিক্রমী হবে বলে মন্তব্য করেন ভালো’র মূল কর্মকর্তা শাহারিয়ার রহমান। তিনি বলেন, স্থানীয় রেস্টুরেন্ট, স্ন্যাকস চা কফি, পানীয়ের স্টল থাকবে মেলায়। বাংলাদেশী আমেরিকান পরিবারের নারী-পুরুষ শিশু সহ সবার জন্য থাকবে রকমারি ফ্যাশনের জামা কাপড় সহ পণ্য সামগ্রীর স্টল। কমিউনিটির সেবায় নিয়োজিত রয়েছে এধরণের পেশাদারী ও তথ্য সরবরাহের জন্য থাকবে বিভিন্ন ধরণের বুথ। আকর্ষনীয় ক্রিয়া কলাপ ও সুস্থ্য বিনোদনের ব্যবস্থা মেলায় থাকছে বলে জানান শাহরিয়ার রহমান। মেলায় কোন প্রবেশ মূল্য নেই। নির্মল বিনোদন উপভোগ করতে ভিন্ন মাত্রার এই মেলায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানান তিনি। ভালো মেলায় যারা এখনো স্টল বরাদ্দ নেননি তারা সরাসরি ৭১৮-২১৮-৫১৬৯ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এদিকে ভালো মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশী কমিউনিটতে স্াড়া পড়েছে। বিশেষ করে পরিবারের নারী সদস্যগণ তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছেন ভালো মেলায় অংশ নিতে।
Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh