রবিবার, ১৩ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা মুসলিম সেন্টারের সর্ববৃহৎ জামাত

যুক্তরাষ্ট্রে দুই দিনে ঈদুল আযহা উদযাপন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রে দুই দিনে ঈদুল আযহা উদযাপন

দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রে আবারো দু’দিনে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত শহরগুলোতে ৯০ শতাংশ মুসলমান ঈদুল আযহা উদযাপন করে ১৬ জুন, রোববার। পক্ষান্তরে ক্ষুদ্র একটি অংশ ঈদ উদযাপন করে ১৭ জুন, সোমবার। এ নিয়ে মুসলিম কমিউনিটির অনেকেই পড়েন বিভ্রান্তিতে। এছাড়া পশু কুরবানী নিয়েও বিপাকে পড়তে হয় অনেককে। তারপরও আনন্দঘন হয়ে উঠে ঈদের উৎসব। ত্যাগের মহিমায় মহিমান্বিহত ঈদের শ্বাশত আমেজ পরিলক্ষিত হয় মুসলিম কমিউনিটিতে। ঈদের নামাজ আদায় আর কোরবানীর মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নর-নারী ঈদ উদযাপন করেন।

ছুটির দিন রোববার ঈদের দিন হওয়ায় ঈদের জামাতগুলোতে ভীর ছিলো হাজারো মানুষের । সিটির মসজিদগুলো এবং কোথায় কোথাও খোলা আকাশের নীচে রাস্তায় অথবা প্লে গ্রাউন্ডেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

জ্যামাইকা মুসলিম সেন্টার : নিউইয়র্কে ঈদুল আযহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার আয়োজিত স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল সাড়ে ৮:৪৫টায় অনুষ্ঠিত এই জামাতে ১০ হাজার নর-নারী অংশ নেন। তবে একাধিক দিনে ঈদ উদযাপন ও কুরবানির কারণে অনেকে অন্য মসজিদে সকাল ৬টা ও ৭টার জামাতে অংশগ্রহণ করেন। ফলে গত ঈদের তুলনায় মুসল্লি সংখ্যা কিছুটা কম ছিলো জেএমসির ঈদ জামাতে।

জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি আফতাব মান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেএমসির সাবেক ইয়ুথ ডাইরেক্টর রিহাদ মান্নান। ঈদের নামাজ আদায়ের আগে অতিথি ও কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, জেএমসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল খান, পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান, নিউইয়র্ক সিটির নির্বাচনে কুইন্সের সিভিল কোর্ট জাজ পদপ্রার্থী অমিস আর ডোসি প্রমুখ।

জেএমসি’র ঈদের জামাতে ইমামতি করেন মওলানা মির্জা আবু জাফর বেগ। খুতবা পাঠ করেন ইমাম শামসে আলী। খুতবা শেষে তিনি মোনাজাত করেন। এছাড়া ঈদের জামাত শেষে বিশেষ মোনাজাত করেন মওলানা মির্জা আবু জাফর বেগ। মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি ছাড়াও ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

দারুস সালাম মসজিদ: পবিত্র ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে ১৬ জুন রোববার দারুস সালাম মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্টিত হয়। ১ম জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল মুকিত। ২য় জামাতে ইমামতি করেন হাফেজ আশরাফ শাহাব আহমেদ । ৩য় জামাতে ইমামতি করেন হাফেজ আশরাফ। ৪থ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী।

উডসাইড মসজিদে তিনটি জামাত: ঈদুল আযহায় উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে তিনটি ঈদ জামাতের আয়োজন করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়। তৃতীয় জামাতে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা মুসল্লি উপস্থিত ছিলেন। তিন জামাতে ১২শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন।

মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সকাল ৯টায় মসজিদ ভবনে। এখানকার তৃতীয় ঈদের জামাতের আগে উপস্থিত মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু।
আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় ৪টি। সকাল ৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হয় এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হয় যথাক্রমে সকাল ৮টা ও সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।

ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়।

আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে ঈদের জামাত হয় সকাল ৮টায় সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে।

হলিস মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় হলিস এভিনিউ ও ২০৫ স্ট্রীট সংলগ্ন পার্কে ঈদের জামাত হয় সকাল সাড়ে ৮টায়। এতে নেতৃত্ব দেন মৌলানা সাহেদ আহমদ ও শেখ মোহাম্মদ নূরুল ইসলাম।

জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের দুটি জামাত হয় মসজিদ সংলগ্ন ৭৩ স্ট্রীটে (রুজভেল্ট এবং ৪১ এভিনিউর মাঝে) সকাল ৮টা ও সকাল ৯টায়।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় খোলা রাস্তায় মসজিদ সংলগ্ন ৩৫-৩৫ ৭১ স্ট্রীটের উপর সকাল ৮টায়।

নিউইয়র্ক ঈদ গাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।
ম্যানহাটানাস্থ মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় একই দিন সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে।

ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১২৭ এর মাঠে।

ওজনপার্ক: ওজনপার্কের আল ফুরকান মজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় মসজিদের সামনে ৭৬ এন্ড গ্লেনমোর এভিনিউতে।

ওজনপার্কের ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় স্থানীয় পিএস ৬৪ স্কুলের মাঠে (৮২ ও ৮৩ স্ট্রীট, ১০১ এভিনিউ)।

এস্টোরিয়া: এস্টোরিয়ার আল-আমীন মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্থানীয় ৩৬ ষ্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।

ব্রুকলীন: বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় দুটি যথাক্রমে সকাল ৬টায় ও সকাল ৮টায় মসজিদ ভবনে।

ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয়ে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর উপর সুবিশাল রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা থেকে।

ব্রুকলীন ইসলামিক সেন্টার আল তৌহিদ মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে স্থানীয় প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ফিল্ড ৮-এ।

ব্রঙ্কস: পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় মসজিদ ভবন ও ভবন সংলগ্ল রাস্তার উপর।

বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় দুটি যথাক্রমে সকাল সাড়ে ৭টায় ও সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১০৬ এর মাঠে।

ব্রঙ্কসের ক্যাসেলহীল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ২১০০-২১৪৬ টার্নবুল এভিনিউতে (প্লে গ্রাউন্ড) ঈদের জামাত হয় সকাল ৮টায়।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় দুটি যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় স্থানীয় রিভারভিউ ওভাল পার্কে। বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল সাড়ে ৮টায়।

জ্যাকসন হাইটস মুনা সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটিতে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৩৫-৩৫,৭১ স্ট্রিটে মুনা ঈদগাহে ঈদুল আযহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস (মসজিদ নামিরাহ) আয়োজিত সেন্টারের পাশে নিজস্ব জায়গায় খোলা আকাশে নিচে অনুষ্ঠিত ঈদের নামাজের ইমামতি করেন কুরআন একাডেমি ফর ইয়ং স্কলারের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আবু আহমেদ নূরুজ্জামান। নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার।

জামাতের সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন কায়কোবাদ কবির, নাসির উদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম মাছুম, ইকবাল মান্নান, হামিমুর রহমান হামিম, লোকমান হোসেন, আলমগীর হোসাইন, আজগর আলী, আতাউর রহমান, আবু হক রুমি, প্রফেসর সোলায়মান, সিদ্দিকুর রহমান, আরাফাত রহমান, আব্দুল হাকিম মিয়া, আব্দুর রহমান, আশরাফুল আলম মিলন, ফেরদৌস আলম, আকলিম চৌধুরী, আব্দুর রশিদ সানা, মিজানুর রহমান, আহসান খান, সাঈদ আহমেদ, আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য ‘জ্যাকসন হাইটস মুনা ঈদগাহে’ খোলা আকাশের নীচে ঈদের নামাজের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করেন। এতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয় মসজিদে দ্বিতীয় ও তৃতীয় তলায়। জামাত শেষে উপস্থিত মুসল্লিদেরকে আপ্যায়ন এবং শিশু-কিশোরদেরকে বিভিন্ন খেলনা প্রদান করা। জামাতে শিশু ও কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.