নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে গঠিত সংগঠন বাংলাদেশি প্রফেশনালস-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯ নভেম্বর শনিবার উডসাইডের গুলশান টেরেসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, একাডেমিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং তরুণ পেশাজীবীরা একত্রিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে যুক্তরাষ্টের অর্থনীতি, সংস্কৃতি ও বিভিন্ন খাতে আজ বাংলাদেশিদের উপস্থিতি দৃশ্যমান ও প্রভাব বিস্তারী। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অর্থনীতি, আইন, রিয়েল এস্টেট ও মিডিয়াসহ বহু খাতে বাংলাদেশি পেশাজীবীরা এখন উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

বাংলাদেশি প্রফেশনালসের লক্ষ্য হলো পেশাজীবীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, নতুন প্রজন্মের জন্য মেন্টরশিপ বা দিকনির্দেশনার সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের মধ্যে পেশাগত ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানো। অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে তরুণদের সংযোগ ঘটানো এবং বিভিন্ন শিল্পে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়াই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা এবং বাংলাদেশি পেশাজীবীদের নীতি প্রণয়ন, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিভি ব্যক্তিত্ব নওশীন নেহরিন মৌ।

অনুষ্ঠানে বাংলাদেশি প্রফেশনালস-এর প্রেসিডেন্ট শেখ এনামুল কবিরের কর্মময় জীবন নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এসময় শেখ এনামুল কবির প্রবাসে পারস্পরিক সহযোগিতা ও কমিউনিটিকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্সের নেতা টিপু সুলতান, ইঞ্জিনিয়ার ফজলুল হক, নিউইয়র্ক সিটির স্কুলবাস পরিচালনা পর্ষদের চেয়ার শামসুল হক, মূলধারার রাজনীতিক মেরি জোবায়দা এবং টাইম টিভির সিইও আবু তাহের।
এছাড়াও বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাইদ এম আলম এবং বাংলাদেশি প্রফেশনাল ম্যাগাজিনের সম্পাদক হাসান মাহমুদ, ড. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, লায়ন আহসান হাবিব, চ্যানেল আই যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহম্মেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মেহেদী আমিন প্রমুখ। বক্তারা ঐক্যের গুরুত্ব তুলে ধরে জানান, নিউইয়র্কে বাংলাদেশি পেশাজীবীদের শক্তিশালী, সম্মানজনক এবং প্রভাবশালী অবস্থান গড়ে তোলার এই যাত্রা অব্যাহত থাকবে।
প্রবাসে বাংলাদেশিদের বহুমুখী কার্যক্রম তুলে ধরে আরেকটি প্রমো প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ ও রণ্টি দাশ।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh