বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
বক্তব্য রাখছেন সিনেটর জিলিব্র্যান্ড। পাশে জেএমসির কর্মকর্তাবৃন্দ।
নিউইয়র্ক থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ড বলেছেন, মুসলমানরা যুক্তরাষ্ট্রের সুনাগরিক। তাদের বিরুদ্ধে ইসলামোফোবিয়ার আক্রমণ প্রতিরোধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আন্তঃধর্মীয় সম্পর্ক দৃঢ় করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
সিনেটর জিলিব্রান্ড গত ৩০ নভেম্বর দুপুরে জ্যামাইকা মুসলিম সেন্টার -জেএমসি পরিদর্শন করেন। সেন্টারটি পরিদর্শনকালে সিনেটর জিলিব্র্যান্ড জানান, আমরা মুসলিম কমিউনিটিকে অফিস, স্কুল, মসজিদকে কী কী সহায়তা দিতে পারে তা জানতে সক্রিয় ভূমিকা রাখছি। তিনি প্রতিশ্রুতি দেন যে, তিনি এখন থেকে ঘন ঘন মুসলিম কেন্দ্রগুলো পরিদর্শন করবেন এবং কমিউনিটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবেন। মসজিদ ও স্কুলের নিরাপত্তার জন্য তিনি প্রয়োজনীয় তহবিল সংস্থানের আশ্বাস প্রদান করেন।

সিনেটর গিলিব্র্যান্ড তার ক্যাথলিক বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, তিনি তার বিশ্বাসের সঙ্গে মুসলিম বিশ্বাসের কোন বিরোধ দেখতে পান না। এসময় তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে তিনি সমর্থন করেছেন, যদিও তা প্রকাশ্য ছিল না। তিনি সিটির জন্য ফেডারেল তহবিল ডলার সুরক্ষার প্রতি তার সমর্থন অব্যাহত রাখা এবং মামদানির প্রশাসনকে সহায়তা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এছাড়া তিনি হাউজিং অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির একজন সদস্য হিসেবে মামদানির সাশ্রয়ী আবাসন কর্মসূচির প্রতি তার সমর্থন অব্যাহত রাখবেন বলেও জানান।
এসময় কার্স্টেন জিলিব্র্যান্ড কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন কুইন্স ও জ্যামাইকা এলাকার বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে। উল্লেখ্য, সিনেটর জিলিব্র্যান্ড এর আগেও একবার জেএমসি পরিদর্শন করেন।
কমিউনিটি নেতৃবৃন্দ মতবিনিময় সভায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের জন্য সিকিউরিটি গ্রান্ট বৃদ্ধি, হালাল ফুড প্রোগ্রামের বিস্তৃতি এবং আরও কয়েকটি জরুরি কমিউনিটির চাহিদা সম্পর্কে সিনেটরকে অবহিত করেন। সিনেটর জিলিব্র্যান্ড এসব অগ্রাধিকারের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং মুসলিম কমিউনিটির সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। সিনেটরের সফর জেএমসিতে এক উষ্ণ ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। কমিউনিটির সদস্যরা তাঁর আন্তরিকতা, সম্পৃক্ততা ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা জানান। জেএমসি ও কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, এ ধরনের নিয়মিত সংলাপ নিউইয়র্কবাসীর জন্য একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুসলিম কমিউনিটির পাশে দাঁড়ানো এবং নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে কাজ করে প্রিয় নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ ও সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতির জন্য সিনেটরকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। বিশেষ করে হাউজিং সংক্রান্ত বিষয়ে শহরটির এখন সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।
সভায় সিনেটর জিলিব্র্যান্ডকে জেএমসির ইমাম তার লেখা বই ‘ইব্রাহিমের সন্তান: ইহুদি ও মুসলমানদের ঐক্যবদ্ধ ও বিভক্তকারী বিষয়গুলো’ উপহার দেওয়া হয়। পাশাপাশি জেএমসির নেতৃবৃন্দ সিনেটকে ইংরেজিতে অনুবাদ করা পবিত্র কোরআন শরিফ উপহার দেন। এসময় সিনেটর জিলিব্র্যান্ড বলেন, তিনি পবিত্র কোরআন শরিফটি পড়বেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটি লিডার মহসীন পাটোয়ারী, বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ডা. নাজমুল এইচ. খান জেএমসির প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ এম. রহমান ও সাধারণ সম্পাদক আফতাব মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম দেলোয়ার, অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ান লেবারের (অ্যাসাল) ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, সেন্টার ফর এনআরবি’র চেয়াপারসন শেকিল চৌধুরী প্রমুখ।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh