বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআই) তাদের ইমিগ্রেশন ডকুমেন্টে ব্যবহৃত ছবির ক্ষেত্রে নতুন নীতি করেছে। নতুন নীতির আওতায় পূর্বের ছবিগুলো শুধুমাত্র তিন বছরের মধ্যে তোলা হলে পুনঃব্যবহার করা যাবে। এর আগে এই সময়সীমা ছিল দশ বছর।
নতুন নির্দেশিকা অনুযায়ী, স্ব-প্রেরিত ছবি গ্রহণ বন্ধ করা হয়েছে এবং সব ছবি অফিসিয়াল ইউএসসিআই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টে নেওয়া হবে। কর্মকর্তারা যে কোনো সময় নতুন ছবি চাওয়ার অধিকার রাখবেন, এমনকি তিন বছরের সীমার মধ্যে থাকলেও।
ইউএসসিআই জানিয়েছে, নতুন নীতি নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং আবেদনকারীর বর্তমান পরিচয় যাচাই সহজ করবে। তবে এর ফলে নবায়ন বা স্ট্যাটাস পরিবর্তনের জন্য অতিরিক্ত বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হতে পারে, যা প্রাথমিকভাবে প্রসেসিং সময় কিছুটা দীর্ঘ করতে পারে।এই পরিবর্তন ইউএসসিআই’র পরিচয় যাচাই প্রক্রিয়ার আধুনিকায়নের অংশ। আবেদনকারীদের পরবর্তী বায়োমেট্রিকস প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইউএসসিআই’র পক্ষ থেকে যাতে বিলম্ব না ঘটে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh