বাংলাদেশ অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আরও একটি ভ্যাকসিন বেশ সম্ভাবনা জাগাচ্ছে। প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ) গত বুধবার এ ঘোষণা দেয়। জনসন অ্যান্ড জনসনের আওতাধীন জেনসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কোভিড-১৯ টিকা ‘জেএনজে-৭৮৪৩৬৭২৫’ করোনারোগীর উপসর্গ রোধ করতে পারবে কি-না তা মূল্যায়ন করতেই এ পরীক্ষাটি চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ২১৫টি গবেষণা কেন্দ্রে ৬০ হাজারের মতো স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার জন্য এটি বড় পরিসরে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের চতুর্থ ঘটনা। তৃতীয় ধাপের ট্রায়ালে থাকা তিন টিকা হলো- ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (এনআইএআইডি), মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি মডার্না আবিষ্কৃত এমআরএনএ-১২৭৩ এবং মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত বিএনটি১৬২বি২।
কোভিড-১৯ রোধে অন্য টিকাগুলোর দুই ডোজ দেওয়ার দরকার হলেও জেনসেনের টিকাটি এক ডোজ প্রয়োগে কাজ সারার মতো করে তৈরি করা হচ্ছে। নেচার সাময়িকীতে প্রকাশিত প্রিক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, জেনসেনের টিকাটি সার্স-কোভ-২ আক্রমণের ফলে ফুসফুস ও নাকে জীবাণু সংক্রমণের বিরুদ্ধে পুরোপুরি বা প্রায় পুরোপুরি সুরক্ষা দিয়ে থাকে।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh