সাগর আহমেদ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
আইলোরে আইলোরে কোরবানি আর কোরবানি ,
গরু, ছাগল, উটে করবো সেই রকম মেহেরবানি।
আমি আর আমার দোস্ত,
খামু ভুনা গরুর গোস্ত।
আহা আহা আহারে কি মজা,
চাঁদ রাইতে আমরা সবাই রাজা।
গরু কিনতে যাইমু দূরের হাটে,
জরির মালায় আনমু তারে সাথে।
আহা, হাওয়ার মতো যাইবো উইড়া টাকা,
আরে ভাই কোরবানির চাঁদ তাইতো একটু বাঁকা।
Posted ১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh