বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
নিউইয়র্ক : জ্যাকসন হাইটসে গোল্ডেন এজ হোমকেয়ারের অফিস উদ্বোধন করছেন অতিথিবৃন্দ
বাংলাদেশী মালিকাধীন লাইসেন্সড হোম হেলথ কেয়ার এজেন্সি গোল্ডেন এজ। নিউইর্কের বাংলাদেশীসহ বিভিন্ন কম্যুনিটির মানুষকে অত্যন্ত বিশ্বস্থতা ও সুনামের হোম কেয়ার সেবা প্রদান করে আসছে। জ্যাকসন হাইটসের ৭১-১৬, ৩৫এভিন্যুতে রয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অফিস। এরই পাশে বৃহত্তর ও সুপরিসর স্থানে নূতন অফিস নিয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার। নূতন ৭১-২৪, ৩৫এভিন্যুর ঠিকানায় অফিসটি আনুষ্ঠানিকুভাবে উদ্বোধন করা হয় গত ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায়। সুপরিচিত ও সফল ব্যবসায়ী শাহ নেওয়াজ গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে তার আমন্ত্রণে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, কম্যুনিটি লীডার, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফিতা কেটে উদ্বোধন করেন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস, নিউইয়র্ক ষ্টেট সিনেটের জন ল্যু, ষ্টেট এসেম্বলি মেম্বার ডেভিড ওয়েপ্রিন, শাহ নেওয়াজ এবং রানু নেওয়াজ। এছাড়া এসময় কম্যুনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, আসেফ বারী টুটুল, কাজী আজম, ফিরোজ আহমেদসহ বিপুল সংখ্যক অতিথি। উদ্বোধনের পর দোয়া মুনাজাত করা হয়।
হোম কেয়ার কোম্পানী গোল্ডেন এজ ইতোমধ্যেই নিউইয়র্কে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ নাওয়াজ। তিনি বলেন, গোল্ডেন এজ অন্য কোন প্রতিষ্ঠানের শাখা নয়। এটি নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের লাইসেন্সধারী একটি পূর্নাঙ্গ প্রতিষ্ঠান। গোল্ডেন এজ হোম হেলথ কেয়ার এজেন্সির আওতায় সিডিপ্যাপ সহ রয়েছে এইচ এইচ এ, পিসিএ এবং নার্সিং সার্ভিস প্রদানের ব্যবস্থা। জ্যাকসন হাইটসে প্রধান অফিস ছাড়াও এর শাখা রয়েছে ব্রুকলীন, ব্রঙ্কস ও জ্যামাইকায়। উল্লেখিত সবগুলো প্রতিষ্ঠানই দেখাশুনা ও দক্ষতার সাথে পরিচালনা করছেন শাহ নাওয়াজ।
উল্লেখ্য শাহ নাওয়াজ তার এন ওয়াই ইন্সুরেন্স’র মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন নিউইয়র্কের গোটা বাংলাদেশী আমেরিকান কম্যুনিটিতে। গাড়ী বা অটো ইন্সুরেন্স, হোম ইন্সুরেন্স ও লাইফ ইন্সুরেন্সের একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন এনওয়াই ইন্সুরেন্স ব্রোকারেজ নূতন অফিস সম্পর্কে শাহ নেওয়াজ বলেন, ব্যবসায় প্রসারের সাথে সাথে গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য সুপরিসর জায়গার কোন বিকল্প নেই। হোম কেয়ার একটি সেবামূলক ব্যবসায়। এখানে গ্রাহক সেবাকেই আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh