নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
জ্যাকসন হাইটসে দাওয়াতি সামগ্রী বিতরণ করেছে মুনা
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে দাওয়াতি সামগ্রী বিতরণ করেছে। গত ২৪ এপ্রিল দুপুরে ডাইভারসিটি প্লাজায় এ কর্মসূচী পালন করে সংগঠনটি। এতে বাংলা-ইরেজী-স্পানিস ভাষায় অনুবাদকৃত কুরআনুল কারাীমসহ খ্যাতমান ইসলামিক স্কলারদের লেখা বিভিন্ন ইসলামি সাহিত্য, মুনার দাওয়াতি ফ্ল্যায়ার, মাস্ক ও ফেইস সিল্ডের পশরা বসানো হয়
চ্যাপ্টার সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের নেতৃত্বে কর্মসূচী বাস্তবায়নের সহযোগিতায় ছিলেন চ্যাপ্টার ও সাব-চ্যাপ্টার নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আলমগীর হোসাইন, আবু হক রুমী, আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান, মাহবুবুর রহমান, হামিমুর রহমান হামীম, মোহাম্মদ শরীফ, আব্দুল্লাহ আল মাহির প্রমুখ।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh