বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন আগামী ১ এপ্রিল পর্যন্ত ট্রান্সপোর্ট কর্পোরেশন ইন্সপেক্টর পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে যারা নিয়োগ লাভ করবেন তাদেরকে কুইন্স, সাফোক, ডাচেস, অ্যালবেনি, ব্রুমেসহ বেশ কয়েকটি জায়গায় পদায়ন করা হতে পারে।
বর্তমান বেতন হার প্রতি ঘন্টা ১৭.৫০ ডলার থেকে ১৯.৪৩ ডলার। আবেদনকারীদের হাইওয়ে, ব্রিজ বা সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজে অন্তত এক মওসুমের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কলেজে ন্যুনতম ২৭ ক্রেডিটের এক সেমিষ্টার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কন্সট্রাকশন টেকনোলজি, সার্ভেয়িং টেকনোলজি, ড্রাফটিং সিএডি বা হেভি ইকুইপমেন্ট অপারেশনস এ ডিগ্রি থাকতে হবে। অথবা উপরোক্ত বিষয়গুলোর যে কোনোটিতে ব্যাচেলর ডিগ্রির এক বছর সফল পড়াশোনার প্রমাণ থাকতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন ওয়েবসাইট। www.ny.gov/nys-dot-employment-opportunities/application এবং www.ny.gov/programs/nysdot-employment-opportunities.
Posted ৭:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh