বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
খাবার বিতরণ শেষে ডিএইচ কেয়ারের কর্মকর্তাবৃন্দ
হোম কেয়ার সার্ভিসের পাশাপাশি করোনাকালে মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে ডিএইচ কেয়ার। প্রায় প্রতি সপ্তাহেই সিটির বিভিন্ন মসজিদসহ নিজ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেছে। গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে ডিএইচ কেয়ার’র উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে খাবার বক্স বিতরণ করা হয়। ১৭২-১৫ হিলসাইড এভিনিউয়ের নিজস্ব কার্যালয়ের সামনে প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ খাবারের বাক্স গ্রহণ করেন।
বাংলাদেশী মালিকানাধীন লাইসেন্সড হোমকেয়ার এজেন্সি ডিএইচ কেয়ার। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রতিষ্ঠানটির খাদ্য বিতরণ কর্মসূচী প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে। ডিএইচ কেয়ারের অন্যতম স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান ও মনিরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির একদল তরুণ এসব খাবার বিতরণ করেন। তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি এ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার। নিয়মিত খাদ্য বিতরণের জন্য ডিএইচ কেয়ার খাবার বহন এবং তা গরম রাখার জন্য স্বয়ংসম্পূর্ন একটি ভ্যান ক্রয় করেছে। কম্যুনিটির বয়স্ক মানুষদের নিয়মিত সেবাদান করে আসছে ডিএইচ কেয়ার। করোনাকালে একদিনও ঘরে বসে থাকেনি তারা।
“মানুষ মানুষের জন্য” এ শ্লোগান সামনে রেখে জীবনের মায়া পেছনে ফেলে রাস্তায় নেমে আসে। ডিএইচ কেয়ারের জ্যামাইকাস্থ কার্যালয় থেকে মানবিক সাহায্য বিতরণের কাজ শুরু হয় কোভিড-১৯ এর ভয়াল দিনগুলোতেÍ। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পরিবার ও চিকিৎসকদের চেম্বারে বিতরণ করা হয় কে-১৯ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস সহ জরুরী পিপিই উপকরণ। ডিএইচ কেয়ার পরবর্তীতে নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ফুডভেন্ডারের মাধ্যম হালাল খাবার বিতরণ অব্যাহত রাখে।
ডিএইচ কেয়ার (উঐঈধৎব) বাংলাদেশী মালিকানাধীন একটি লাইসেন্স্ড হোম কেয়ার এজেন্সী। জ্যামাইকার ১৭২-১৫ হিলসাইড এভিন্যুতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। এছাড়া রিগোপার্ক ও ওজোনপার্কে রয়েছে আরো দু’টি অফিস। ডিএইচ কেয়ার’র মূল কাজ হলো সিডিপ্যাপ’র মাধ্যমে বয়স্ক মানুষের সেবার সুযোগ সৃষ্টি করা। অত্যন্ত সুনামের সাথে একাজটি করছে ডিএইচ কেয়ার। প্রায় ৪০ জনের একটি টিম কাজ করছে প্রতিষ্ঠানটির জন্য। ডিএইচ কেয়ার’র সাথে ৭১৮-৪৫৯-০১৮০ নাম্বারে যেকেউ যোগাযোগ করতে পারেন।
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh