বুধবার, ৪ অক্টোবর ২০২৩ | ১৯ আশ্বিন ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক কনস্যুলেটে অনলাইন সেবার আধুনিকায়ন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

নিউইয়র্ক কনস্যুলেটে অনলাইন সেবার আধুনিকায়ন

নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষিতে নিউইয়র্ক এর স্থানীয় সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন সময় ভিত্তিক নির্দেশনা অনুযায়ী এবং জনস্বাস্থ্যের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিরবিচ্ছিন্ন কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রেখেছে। করোনাভাইরাস সংক্রমনের আগে সেবাগ্রহণকারীরা কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কনস্যুলেটে সশরীরে আগমন করে সেবা গ্রহণ করতেন। কিন্তু কভিড-১৯ প্রকোপে বৃহদাকারে জনসমাগমের উপর নিউইয়র্ক এর স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিধি অনুযায়ী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক কনস্যুলার সেবা অধিকতর সহজীকরণ, সময়োপযোগী এবং আধুনিকায়ন করণের লক্ষ্যে অনলাইনে ডাকসেবা (Postal Service) ও এ্যাপয়েন্টমেন্ট (Appointment) গ্রহণ পদ্ধতি চালু করা হয়েছে। কনস্যুলেট এর ওয়েবসাইট (https://www.bdcgny.org) এর মাধ্যমে অনলাইনে ডাকসেবা (Postal Service) প্রদান এবং শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে সশরীরে সেবা গ্রহণের লক্ষ্যে এ্যাপয়েন্টমেন্ট (Appointment) পদ্ধতি চালু করা হয়েছে।

ডাকসেবা :


করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাব এর কারণে সম্ভাব্য ক্ষেত্র সমূহে (মেশিন রিডেবল পাসপোর্ট রি-ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড, ভিসা, জন্ম সনদ, দ্বৈত নাগরিক সার্টিফিকেট, সত্যায়ন, সার্টিফিকেট) কনস্যুলার সেবা ডাক যোগে প্রদান করা হচ্ছে। ডাকসেবা অধিকতর সহজীকরণ, সময়োপযোগী এবং আধুনিকায়ন করণের লক্ষ্যে কনস্যুলেটের ওয়েবসাইটে অনলাইন ডাক টোকেন পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে সেবা গ্রহণকারীরা সহজেই ঘরে বসে তাঁর সেবাটি দ্রুত ও নিরাপদে ডাকযোগে গ্রহণ করতে পারবেন এবং যে কোন সময় তাঁর সেবাটির সম্পর্কে বিস্তারিত তথ্য অবগত হতে পারবেন। কনস্যুলেটে ডাকযোগে খামটি পৌছানোর সাথে সাথে সেবাগ্রহণকারী ই-মেইল এর মাধ্যমে তা অবগত হবেন এবং সেবা প্রদান সম্পন্ন হলে ডাকযোগে তা প্রেরণের সময়েও সেবাগ্রহণকারী ই-মেইল এর মাধ্যমে অবগত হবেন। উল্লেখ্য, উক্ত ডাকসেবাটি গ্রহনের জন্য সেবা গ্রহণকারীকে কনস্যুলেট বরাবর প্রেরিত খামের ভিতর প্রয়োজনীয় ডক্যুমেন্ট এর সাথে অবশ্যই একটি ফেরৎযোগ্য (Trackable) খাম প্রেরণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কনস্যুলেটের ওয়েবসাইট এর হোম পেজে দেয়া আছে। আবেদন করার পূর্বে অবশ্যই কনস্যুলেটের ওয়েবসাইটে (https://www.bdcgny.org) বিস্তারিত তথ্য পড়ে নিতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট :


করোনাভাইরাস প্রকোপের কারণে সেবাগ্রহণকারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে এবং স্থানীয় সরকার এর জনস্বাস্থ্যমূলক নির্দেশনা মেনে ও সামাজিক দূরত্বের নিয়ম অনুসরন করে কনস্যুলেটে অনলাইন ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে সেবাগ্রহণকারীদের সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে দ্রুততার সাথে সেবাটি প্রদান করা হবে। উল্লেখ্য শুধুমাত্র যে সকল কনস্যুলার সেবা ডাক যোগে প্রদান করা সম্ভব নয় কেবলমাত্র সেক্ষেত্রে (হাতে লিখা পাসপোর্ট হতে মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ, সকল প্রকার পাওয়ার অব এটর্নি সম্পাদন এবং জীবিত সনদ (Alive Certificate) গ্রহণের জন্য ) অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ এর মাধ্যমে সশরীরে কনস্যুলেটে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কনস্যুলেটের ওয়েবসাইট এর হোম পেজে দেয়া আছে। আবেদন করার পূর্বে অবশ্যই ওয়েবসাইটে (https://www.bdcgny.org/) বিস্তারিত তথ্য পড়ে নিতে হবে।
জরুরী যে কোন প্রয়োজনে নিম্নবর্ণিত ফোন/ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
ফোনঃ ২১২-৫৯৯-৬৭৬৭ (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯:৩০ হতে বিকাল ৫:৩০ পর্যন্ত)
হটলাইনঃ ৬৪৬-৬৪৫-৭২৪২ (অফিস সময় ব্যতিত এবং শনিবার, রবিবার ও অন্যান্য ছুটির দিন)
ই-মেইলঃ [email protected]
ইতোমধ্যে এই আধুনিক ও সময়োপযোগী কনস্যুলার সেবা প্রদান বিষয়ে সেবাগ্রহীতাগণ সন্তোষ প্রকাশ করেছেন। CDC (Centers for Disease Control and Prevention) এবং নিউইয়র্ক স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ রোধে বর্ণিত স্বাস্থ্য বিধি মেনে কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।


advertisement

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.