নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এক বিবৃতিতে সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান এবং প্রথম আলো’র আবাসিক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন সহ দেশ ও প্রবাসে করোনায় আক্রান্তদের আশু রোগমুক্তি কামনা করেছেন। এছাড়াও যারা করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্নার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন।
বিবৃতিতে মহামারী করোনাকালে সর্বোচ্চ সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি একে অপরের সাহায্যে পাশে থাকার বিশেষ অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, মুহাম্মদ ফজলুর রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কর জ্যামাইকার নিজ বাসায় আর ইব্রাহীম চৌধুরী খোকন নিউজার্সীতে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
Posted ৭:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh