বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
করোনা ভাইরাস মহামারীতে বন্ধ হয়ে গেছে অনেক চেইন স্টোর ও ফাষ্টফুড শপ। সেন্টার ফর অ্যান আরবান ফিউচার এর বার্ষিক “স্টেট অফ দ্যা চেইনস” রিপোর্টের বরাত দিয়ে গতকাল বুধবার নিউইয়র্ক পোষ্টের এক রিপোর্টে দেখানো হয়েছে যে করোনা মহামারীর কারণে গত ৯ মাসে নিউইয়র্ক সিটিতে ডুয়েন রীডস, স্টারবাকস, প্যাপিরাস, ডানকিন ডোনাসসহ ১,১৩২ টি চেইন স্টোর বন্ধ রাখা হয়েছে। গত বছর যেখানে স্টোর বন্ধ করার হার ছিল ৩.৭ শতাংশ, এবার তা বৃদ্ধি পেয়ে ১৪.২ শতাংশে উঠেছে। ২০১৮ সালে চেইন স্টোর বন্ধ হয়েছির মাত্র ০.৩ শতাংশ। বন্ধ চেইন ষ্টোরগুলোর মধ্যে শুধু ম্যানহাটানেই চেইন স্টোর বন্ধ হয়েছে ৫৪৬টি, মোট বন্ধ হওয়া চেইন স্টোরের প্রায় অর্ধেক। এর কারণ হিসেবে সেন্টারের সমীক্ষায় বলা হয়েছে, নিউইয়র্ক সিটির ৫টি বরোর মধ্যে ম্যানহাটান প্রধানত অফিস কর্মী, ট্যুরিষ্ট ও বিত্তবান বাসিন্দাদের উপর নির্ভরশীল, যাদের অধিকাংশই করোনা ভাইরাসের প্রকোপে সিটির বাইরে চলে গেছে, অনলাইনে কাজ করছে, ট্যুরিস্টেও অভাবে হোটেলগুলো প্রায় বন্ধ। অফিস কর্মীদের দুপুরের খাবার হিসেবে স্যান্ডউইচের যে চাহিদা থাকতো, এখন আর তা নেই। ফলে স্যান্ডউইচের দোকানগুলোর উপর বেশি আঘাত পড়েছে। গত মার্চ থেকে স্যান্ডউইচের উপর নির্ভরশীলরা বাড়ি থেকেই কাজ করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ম্যানহাটানের মিডলটাউন ইস্ট বা রকফেলার সেন্টারের আশপাশে এবং ফিফথ এভিনিউ থেকে ৬০ স্ট্রিট পর্যন্ত এলাকায় ২০ শতাংশ চেইন স্টোর বন্ধ হয়ে গেছে। সিটিতে ডানকিন ডোনাটের ৬০৮টি শপের মধ্যে ২৮টি বন্ধ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিলিওনিয়ার সমর্থক স্টিফেন রস এর মালিকানাধীন ‘সোল সাইকেল’ এর ২১টি স্থাপনা এখন বন্ধ। ডুয়েন রীডের ৩১৭টি স্টোরের মধ্যে বন্ধ হয়েছে ৭০টি স্টোর। স্টারবাকসের ৩৯১টি শপের মধ্যে ৫৪টি বন্ধ হয়েছে। জিএনসি’র ৯৯টির মধ্যে ৫১টি, ২৮৭টি সাবওয়ে রেস্টুরেন্টের মধ্যে ৪৮টি, ম্যাক কসমেটিকসের ৩৪টি স্টোরের মধ্যে ২৫টি, লে পেইন কোটিডিয়েন এর ৩৭টির মধ্যে ১৪টি, ভিক্টোরিয়া সিক্রেটের ২৩টির মধ্যে ১০টি, স্কেচারস এর ১৫টির মধ্যে ৮টি, ওল্ড নেভির ২৩টির মধ্যে ৬টি এবং শেক শ্যাক এর ২৫টির মধ্যে ৫টি স্টোর বন্ধ হয়ে গেছে। মহামারীর মধ্যে সুখবরও দেয়া হয়েছে রিপোর্টে এবং তা হলো ৪০টি চেইন স্টোর ও ফাষ্টফুড আউটলেট নতুন করে তাদের শাখা চালু করেছে এবং এই উদ্যোগের শীর্ষে রয়েছে ফ্রায়েড চিকেন ফাষ্টফুড চেইন পপেইস, যারা ১০টি নতুন আউটলেট চালু করেছে সিটির বিভিন্ন স্থানে।
Posted ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh