বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ১৫ আগস্ট ২০২০
২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবার ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি আমেরিকানদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেও সহজে ক্ষমতা ছেড়ে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এক প্রতিনিধি সম্মেলনে নিজের শঙ্কা ও বিশ্বাসের আলোকে হিলারি এসব দাবি করেন।
সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘সহজে ট্রাম্প ক্ষমতা ছেড়ে না দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন। সব ধরনের আইন ব্যবহারের চেষ্টা করবেন। আমি জনগণকে ভীত করতে চাই না, কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে বলব। এটা বিশ্বাস করার জন্য আমার কাছে যথেষ্ট কারণ রয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি (ট্রাম্প) তাঁর অন্তরঙ্গ বন্ধু অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে প্রস্তুত রেখেছেন।’
Posted ৭:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh