বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
নিউইয়র্ক ষ্টেটের বিভিন্ন স্থানে বিভিন্ন বিভাগের অধীনে প্ল্যান্ট ইউটিলিটিজ অ্যাসিষ্ট্যান্ট পদে নিয়োগের জন্য আগ্রহীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।এই পদে প্রারিম্ভিক বার্ষিক বেতনের পরিমাণ ৩৬,০৫১ ডলার। নিয়োগ লাভের পর, যারা নিউইয়র্ক সিটির পাঁচ বরো, নাসাউ, সাফোক, রকল্যান্ড বা ওয়েষ্টচেষ্টার কাউন্টিতে কাজ করবেন তারা ডাউনষ্টেট এডজাষ্টমেন্ট ভাতা হিসেবে বেতনের অতিরিক্ত বার্ষিক ৩,০২৬ ডলার এবং যারা ডাচেস, অরেঞ্জ ও পাটনাম কাউন্টিতে কাজ করবেন তারা বেতনের অরিরিক্ত বার্ষিক ১,৫১৩ ডলার হারে ভাতা পাবেন। এই পদগুলো রয়েছে স্টেট ইউনিভার্সিটি সিস্টেম, ডিপার্টমেন্ট অফ কারেকশনস এন্ড কমিউনিটি সুপারভিশন, এডুকেশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি সার্ভিসেস, অফিস অফ দ্য জেনারেল সার্ভিসেস, অফিস অফ মেন্টাল হেলথ, অফিস ফর পিপল উইথ মেন্টাল ডিজএবিলিটিজ, অফিস অফ পার্কস রিক্রিয়েশন এন্ড হিস্টোরিক প্রিজারভেশন এবং অফিস অফ অ্যালকোহলিজম এন্ড সাবসটেন্স এবিউজ সার্ভিসেস এ। আবেদনকারীদের এইচএভিএসি’তে এসোসিয়েট ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের ফুলটাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করার পদ্ধতি জেনে নেয়ার জন্য www.cs.ny.go/jobseeker/public/cr.cfm ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
Posted ৮:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh