স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঘরে বসে টাকা পাঠানোর অ্যাপ সেন্ডওয়েভ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সহজে ও নিজে নিজে যে কোন সময়ে যে কোন স্থান থেকে টাকা পাঠানোর সহজ সমাধান নিয়ে আসে সেন্ডওয়েভ। এর পর সহজ ব্যবহার, নিরাপদ এবং আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে ফ্রিতে মানি ট্রান্সফারের সুযোগ তৈরি হওয়ায় দিন দিন এর গ্রাহকসংখ্যা বাড়ছে। দ্রুততম সময়ে প্রবাসীদের আস্থা অর্জন করা যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সেন্ডওয়েভ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে এই সার্ভিস দিচ্ছে। সেন্ডওয়েভে সহজ রেজিস্টেশনের পর একজন গ্রাহক মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে নিরাপদে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারেন। গ্রাহকদের সুবিধার্থে ২৪ ঘন্টা চালু থাকে এর সার্ভিস। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেন্ডওয়েভ অ্যাপস ডাউনলোড করে খুব সহজ অথচ নিরাপদ কয়েকটি ধাপ পেরিয়ে একজন গ্রাহক সহজেই মানি ট্রান্সফারের এই সেবাটি ব্যবহার করতে পারেন।
দেশে ব্যাংক বন্ধ থাকলেও আর দুশ্চিন্তা নেই প্রবাসীদের। ২৪ ঘন্টা প্রিয়জনের বিকাশ একাউন্টে যখন তখন টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এর ব্যবহারকারীরা। নতুন ব্যবহারকারীরা প্রমো কোড ব্যবহারের মাধ্যমে বাড়তি সুবিধাও পাচ্ছেন। ফলে গ্রাহকবান্ধব সেবাটি সুখে দুখে প্রবাসীদের সঙ্গে দেশে থাকা স্বজনদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
পৃথিবীজোড়া টাকা পাঠাতে যখন ব্যয়বহুল ও চড়া কমিশন দিতে হয়, ঠিক সেই সময়ে ফ্রিতে গ্রাহকের নিজস্ব ব্যবস্থাপনায় যে কোন স্থান থেকে যে কোন সময় টাকা পাঠানোর সুযোগ তৈরি করতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ডওয়েভ। এই অর্ধ যুগে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বোস্টনভিত্তিক কোম্পানিটি সেবার হাত বাড়িয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলোতে।
দক্ষিণ এশীয় অঞ্চলে সেন্ডওয়েভের মার্কেটিং কনসালট্যান্ট রিজু মোহাম্মদ জানান, প্রবাসীদের কথা বিশেষভাবে বিবেচনায় রেখে সেন্ডওয়েভ সম্প্রতি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। ফলে আমেরিকা থেকে সহজে রেজিস্ট্রেশন করে মুহুর্তেই দেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে গ্রাহককে কোথাও যেতে হয় না, নিজের অবস্থানে থেকেই স্বাচ্ছন্দে কিন্তু ফ্রিতে আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে তিনি টাকা পাঠাতে পারছেন। সার্ভিসটি দিন দিন বাংলাদেশিদের নিজস্ব বা আপন একটি সার্ভিসে পরিণত হচ্ছে। প্রবাসীদের বিপুল সাড়া এবং আমরাও তাদের সেবা দিতে পেরে আনন্দিত।
প্রতিষ্ঠানটির গ্রোথ ম্যানেজার অ্যালেক্স ব্যাংকস জানান, সেন্ডওয়েভ দক্ষিণ এশীয় অঞ্চলে কার্যক্রম সম্প্রসারিত করতে পেরে আনন্দিত। সেন্ডওয়েভ গ্রাহকদের সেবা, সহজ ব্যবস্থাপনা এবং লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। সেন্ডওয়েভের মাধ্যমে গ্রাহকরা আকর্ষনীয় এক্সচেঞ্জ রেইটে তাৎক্ষণিক নিরাপদে টাকা পাঠাতে পারেন। আমরা প্রবাসী বাংলাদেশিদের বিপুল সমর্থনে আনন্দিত। সেন্ডওয়েভ আপনার ও আপনার পরিবারের সঙ্গে আছে। আপনিও সেন্ডওয়েভ অ্যাপ ব্যবহার করুন, নিরাপদে ও আনন্দে টাকা পাঠান।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh