সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলা ট্রাভেলস’র দুই যুগপূর্তি উদযাপন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

বাংলা ট্রাভেলস’র দুই যুগপূর্তি উদযাপন

দুই যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে মোনাজাত আদায়।

দুই যুগপূর্তি উদযাপন করেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলা ট্রাভেলস। এ উপলক্ষে জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ পার্টি সেন্টারে গত ২১ আগস্ট রাতে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলা ট্রাভেলসের কর্ণধার প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। গত দুই যুগ ধরে যারা বাংলা ট্রাভেলসের কাছ থেকে বিমানের টিকিট ক্রয়, ওমরাহ হজ প্যাকেজ, মানি এক্সচেঞ্জসহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন- এমন মানুষ যোগ দেন এই অনুষ্ঠানে। এসময় নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছাড়াও কমিউনিটির বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়োতের মাধমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন। মোনাজাতে বাংলা ট্রাভেলসসহ এই প্রবাসে যারা আছেন, সৎভাবে কস্ট করে অর্থ উপার্জন করছেন তাদের সবার সাফল্য কামনা করেন। বেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা ট্রাভেলসের স্টাফদের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার আবু তাহের খান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বি হোসেন বেলাল বলেন, আমাদের প্রতিষ্ঠানসমুহে দুই যুগ যাবৎ একটি দক্ষ পেশাজীবী টিম নিয়ে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটে সার্ভিস দিয়ে আসছি। আমাদের সেবাসমুহের বিষয়ে আপনাদের মতামত ও ভ্রমণের বিষয়ে পরামর্শ নিয়ে আরো ভালো করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলন ও ক্ষুদ্রাকারে দুই যুগপূর্তি অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি বলেন. বাংলা ট্রাভেলস একটি ভালো এবং দক্ষ গ্রুপ-পবিত্র মক্কা নগরীতে ওমরাহ হজ সহজভাবে সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করছে। নিউইয়র্র্কসহ আমেরিকার যে কোন স্টেট থেকে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশ ও ভাষার ধর্মপ্রাণ নারী পুরুষ এই সার্ভিস পেয়ে থাকেন।


বরাবরের মতো আমরা সময় আপনাদের পরামর্শ চাই। আপনারা মিডিয়ার মাধ্যমে বাংলা ট্রাভেলসকে কমিউনিটির সেবায় আপনাদের সাথে সাথে রাখবেন। তিনি বলেন, ব্যবসা এবং সামাজিক উন্নতিতে বাংলা ট্রাভেলস আপনাদের সাথে অংশীদার হতে চেষ্টা করে এবং আগামীতেও বাংলাদেশ ও উত্তর আমেরিকার প্রবাসী কমিউনিটির সাথেও ভাল কাজে থাকার অঙ্গিকারবদ্ধ।


মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন- এই প্রার্থনা করে বাংলা ট্রাভেলসের দুই যুগপূর্তিতে আপনাদের শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভাল থাকবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেবিবিএ’র সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, বিশিষ্ট কন্ঠশিল্পী বেবী নাজনীন, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, এনওয়াইপিডির সাজেন্ট হুমায়ুন কবীর, মেঘনা ট্রাভেলসের সত্বাধিকারী ফরিদ উদ্দিন, এ আর এম রফিক উদ্দিন, সম্প্রতি ওমরাহ হজ পালন করে এসেছেন বাংলা ট্রাভেলসের মাধ্যমে কাজী মইনুল ইসলাম, টিবিএন২৪ এর মেজবাহ উজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।


অনুষ্ঠানে বিভিন্ন উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গ বাংলা ট্রাভেলসের, বিশেষ করে বেলায়েত হোসেন বেলালের প্রশংসা করেছেন। বক্তারা বলেন, বেলায়েত হোসেন বেলাল এজন স্বজ্জন ব্যক্তি। সারক্ষণ তার মুখে হাসি লেগেই থাকে। তার সহায়তা চেয়েছেন এমন ক্ষেত্রে তিনি কখনো কোন মানুষকে সহায়তা করেননি এমন নজির নেই। তিনি চেষ্টা করেন সব সময় মানুষকে সেবা দেয়ার। এমনকি রাত ১১টা ১২টায়ও ফোন করলেও তার কাছ থেকে সেবা নেয়া সম্ভব হয়েছে। যাত্রীরা যারা করোনার সময়ে পিসিআর ছাড়াও ট্রাভেল করতে পারেননি সেখানে পিসিআর টেস্ট করানো ওই সময়ে অনেক কঠিন ছিল। দুই দিন লেগে যেতো। যখন অনেকেই যাওয়ার মতো ব্যবস্থা ছিল না পিসিআর টেস্টের অভাবে, তখন বাংলা ট্রাভেলস মানুষকে সহায়তা করেছে। এই জন্য তিনি অবশ্যই ধন্যবাদ পাবেন।

এখনও আমেরিকাতে অনেকেই পাসপোর্টের আবেদন করে পাসপোর্ট পাচ্ছেন না। রিনিউ করতে দিয়েছেন পাসপোর্ট পাচ্ছেন না। জরুরি ভ্রমণ করা দরকার নিজেরা জরুরি পাসপোর্ট সেবা নিতে পারছেন না তাদেরকে সহায়তা করছেন বেলাল। এটি আসলে একটি মানুষের জন্য অনেক বড় পাওয়া। আর একজন বলেন, আমি বাংলা ট্রাভেল থেকে বিগত ২৪ বছর ধরে টিকিট কিনি। কোনদিন এমন হয়নি যে তার কাছ থেকে টিকিট কিনে যেতে পারি নাই কিংবা সমস্যা হয়েছে। সবাই বলেছেন, নিরাপদে দেশে যাওয়া কিংবা অন্য দেশে যাওয়া সব কিছুই নিরাপদে করতে পারছেন।

বাংলা ট্রাভেল কমিউনিটিকে সেবা দিয়ে আসছে এটা অবশ্যই অনেক ভাল দিক। একজন বলেন, আমি কেবল টিকিট করার জন্য তথ্য দিয়ে দেই। বেলাল ভাই টিকিট কিনে পাঠিয়ে দেন। সেই টিকিট অনেক কম খরচেই পাই। আবার নিরাপদে ও স্বাচ্ছন্দে ভ্রমণ করেও ফিরে আসি। কোন সমস্যা হয় না। একজন বক্তা বলেন, বেলাল যখন আমাকে দাওয়াত দেন তখন বলে যে তার দুই যুগ পুর্তি হচ্ছে। তখন মনে হয় বেলালের বয়স কি ২৪ হয়েছে। কারণ তিনি চির সবুজ। বয়সাটাকে ধরে রেখেছেন। তার সাথে আমার ২৪ বছর ধরেই পরিচয়। সেই যখন ব্যবসা শুরু করেন। তখন থেকে এখন অব্দি তিনি নতুন নতুন প্যাকেজ নিয়ে আসছেন। আর যখনই কোন নতুন প্যাকেজ নিয়ে আসছেন তখনই তিনি আমাকে সব কিছু জানান। আলোচনা করেন তার এই বিষয়টি আমার খুব ভাল লাগে।

একজন বলেন, আমি বাংলা ট্রাভেলস এর ওমরাহ প্যাকেজের মাধ্যমে সম্প্রতি ওমরাহ হজ পালন করে এসেছি। এই ওমরাহ হজ পালন করার পর খুব ভাল লেগেছে। কারণ আমি প্রথম বার মক্কায় যাচ্ছি। ভাবছিলাম কি হবে কি হবে। অনেক টেনশনে ছিলাম। এই টেনেশনের কারণে অনেকে কিছুই ভাবতে হচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখলাম বাংলা ট্রাভেলস এর অত্যন্ত দক্ষ ও শিক্ষত একটি টিম সেখানে রয়েছে। তিনি আমাদের গইড করেন। তিনি সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। দেখে খুব ভাল লাগলো। সব কিছু এত সুন্দর এবং ভালভাবে সব কিছু করিয়েছেন আমি ভীষনভাবে তার প্রতি ও বেলাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমি সবার জন্য বলবো যাদের ওমরাতে যাওয়ার পরিকল্পনা আছে তারা বাংলা ট্রাভেলএর মাধ্যমে মাত্র ১৭৯৫ ডলারে ওমরাহ হজে যেতে পারেন। কেউ চাইলে ওমরাহ হজ পালন করার পর দেশেও ভ্রমণ করে আসতে পাবেন।

আর একজন বক্তা বলেন, আমি গত ২৪ বছর ধরেই তার কাছ থেকে টিকিট কিনছি। তিনি আগে ডিজটাল ট্রাভেল এর ব্যানারে কাজ করতেন। পরে বাংলা ট্রাভেলস করেন। এই ২৪ বছর তার ব্যবসায়িক জীবনে তিনি কত মানুষের সেবা দিয়েছেন তা হিসাব করে বলা যাবে না। আসলে তিনি যে মানুষকে সেবা করতে চান এটা অনেক বড় বিষয়। মানুষ তার কাছে ভাল ও উন্নত মানের সেবা পাচ্ছেন বলেই কিন্তু তার কাছে যাচ্ছেন। সেবার মান খারাপ হলে মানুষ যেত না। আশা করবো, আগামী দিনেও উন্নত মানের ও একই রকমভাবে তার সেবা দেয়ার মানসিকতা বজায় রাখবেন এবং মানুষকে সেবা করবেন। আল্লাহ তাকে অরো বেশিদিন মানুষকে সেবা করার সুযোগ দিক সেই প্রত্যাশা করছি। তার ব্যবসা আরো বেশি দীর্ঘজীবী হোক। আজকে দুই যুগ হচ্ছে আশা করছি একদিন তার ব্যবসা প্রতিষ্ঠান একশ’ বছর পুর্তি করবে।

সংগীত শিল্পী বেবী নাজনীন তার বক্তৃতায় বাংলা ট্রাভেলসের সেবার ও বেলালের প্রশংসা করেন এবং তিনি নিয়মিত সেবা নেন বলে উল্লেখ করেন। সেই সাথে তিনি তার বক্তৃতার এক পর্যায়ে বলেন, আমি একটি প্রস্তাব দিতে চাই। তা হলো বাংলা ট্রাভেলসের ওমরাহ হজ প্যাকেজ থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ রয়েছে। আশা করবো তিনি আগামী দিনে মেধাবী স্টুডেন্টদের জন্য এমন একটি প্যাকেজ চালু করবেন এবং কম দামে টিকিট দেয়ার ব্যবস্থা করবেন। যাতে বাংলা ট্রাভেলস-এর মাধ্যমে স্টুডেন্টরা তাদের পরিবার নিয়ে কম খরচে ভ্রমণ করতে পারেন। অনুষ্ঠানের বক্তৃতাপর্ব শেষে দুই যুগ পূর্তির কেককাটা হয়। এই সময়ে শাহনেওয়াজ, বেবী নাজনীন বেলায়েত হোসেন বেলালকে কেক খাওয়ান। এছাড়াও উপস্থিত অনেকেই বেলায়েত হোসনকে কেক খাওয়ান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা সবাই বেলায়েত হোসেন বেলাল, তার প্রতিষ্ঠান বাংলা ট্রাভলসের ও তার প্রতিষ্ঠানের স্টাফদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেন ও সাফল্য আরো বাড়ুক সেই দোয়া করেন।

advertisement

Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.