বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
এফবিআইয়ের অভিযান। ছবি : এপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ক্রেইগ রবার্টসন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ৯ আগস্ট (বুধবার) অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। খবর : রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, উটাহ প্রদেশের ওই ব্যক্তি প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছিলেন। বুধবার বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো উটাহ প্রদেশ সফর করার কথা ছিল। তার আগেই অভিযুক্তকে গুলি করে হত্যা করে এফবিআই।
এফবিআই সল্ট লেকের এজেন্ট জানিয়েছে, বুধবার সকালে প্রভোতে একটি আবাসিক ভবনে অভিযান ও তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে অভিযুক্তকে গুলি করে হত্যা করে গোয়েন্দা বিভাগ। এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, অভিযানে তাদের এজেন্ট ও টাস্কফোর্স সদস্যরা অংশ নিয়েছেন। তবে তারা ওই ব্যক্তিকে এখনো চিহ্নিত করতে পারেনি। বিষয়টিকে আরও পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের বরাতে রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে অনলাইনে বাইডেন ও কমলা হ্যারিসকে হত্যার হুমকি দিয়েছিলেন। তার বিরুদ্ধে বাইডেনের উটাহ সফরেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী ও ম্যানহাটনের অ্যাটর্নি আলভিন ব্রাগ এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে হুমকি দিয়েছিলেন। এক পোস্টে তিনি লিখেন, আমি ব্রাগকে নির্মূল করতে নিউইয়র্ক অভিমুখে যাত্রা করছি।
এবিসি নিউজ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ করা হয়েছে। তিনি আন্তঃরাষ্ট্রীয় ব্যক্তি, প্রেসিডেন্ট ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা এফবিআইয়ের উটাহ অভিযানের বিষয়ে অবগত রয়েছেন। সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পরিবারকে নিরাপত্তা দিয়ে থাকে।
রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বর্তমানে পরিস্থিতি ১৯৭০ সালের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh