বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবগণ।
খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবগণ।
নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশী আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড লীডারশীপ আউটরিচ-‘ভালো’ মাহে রমাদান উপলক্ষে খাদ্য বিতরণ করেছে। গত ১৬ এপ্রিল রোববার দুপুরে জ্যামাইকা হিলসাইড এভিন্যুস্থ হোম কেয়ার কোম্পানী ডিএইচ কেয়ার অফিসের সম্মুখে বিতরণ করা হয় খাবার। বিপুল সংখ্যক মানুষ এসময় লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে খাবারের বাক্স গ্রহণ করে।
রমজান মাসে ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীতে ভরপুর ছিলো প্রতিটি বাক্স। সংগঠনটির অন্যতম উদ্যোক্তা শাহারিয়ার রহমানের নেতৃত্বে একদল উদ্যমী তরুণ খাবারের বাক্সগুলো তুলে দেন অপেক্ষামান মানুষের মাঝে। এসময় স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারীগণ হলেন-মাহবুব হক, আব্দুল সিদ্দিকী, আসিফ খান, সরফরাজ চৌধুরী, সাদ্দাম আলী, আখতার রহমান টিপু, সাদ্দাব সাইয়ীদ, ফখরুল হোসেন, খন্দকার আব্দুল্লাহ শরীফ, দীপ্তি শর্মা, মিশু খান, বাংলাদেশী আমেরিকান প্রথম পুলিশ ক্যাপ্টেন আব্দুল্লাহ খন্দকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, ডিএইচ কেয়ার’র অন্যতম পরিচালক মনিরুল ইসলাম মঞ্জু প্রমুখ। উল্লেখ্য গত বছর নিউইয়র্ক সিটিতে করোনা ভাইরাস মহামারি আকারে দেখা দিলে সাধারণ মানুষের মাঝে খাবার ও স্বাস্থ্য রক্ষা সামগ্রী পৌছে দিতে রাস্তায় নামেন এসব তরুণ। ডিএইচ কেয়ার ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় বছর জুড়ে তারা খাদ্য বিতরণ কর্মসূচী চালিয়ে যান। প্রায় প্রতি সপ্তাহেই নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে খাবার বিতরণ করতে দেখা যায় তাদেরকে।
এজন্য একটি খাবারের ট্রাকও ক্রয় করা হয়। এখন থেকে ভালো’র মাধ্যমে খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত রাখা হবে বলে জানান শাহারিয়ার রহমান। এ প্রসঙ্গে শাহারিয়ার বলেন, কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ করোনা মহামারির কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। নানাবিধ সমস্যার সম্মুখীন এসব মানুষের পাশে দাঁড়ানোই অলাভজনক এ সংগঠনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে খাদ্য বিতরণ সহ বিভিন্ন ধরণের সেবামূলক কর্মকান্ডে অংশ নিতে সংগঠনটি আগ্রহী বলে জানান শাহারিয়ার রহমান। আর এ কাজে কমিউনিটির মানুষের সহযোগিতা পেলে তা আরো ব্যাপকভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানান তিনি।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh