বাংলাদেশ ডেস্ক : | রবিবার, ০৯ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি ৬৬ জন বাসিন্দার মধ্যে মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার এক চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞা ড .অ্যান্থনি ফাউচি বলেছেন, এই বছরের শেষ নাগাদ কমপক্ষে একটি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে। এছাড়া সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে ৩ নভেম্ভর প্রেসিডেন্ট নির্বাচনেরর আগেই যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭০ জন।
Posted ৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh