বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শনিবার, ২৭ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
মার্কিন সংস্থা ফাইজার-বায়োএনটেক ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে। ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো জানিয়েছেন, ২৪ মার্চ (বুধবার) প্রথম পর্যায়ের পরীক্ষার জন্যে স্বেচ্ছাসেবীদের প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে।
গত সপ্তাহে মডার্না এই জাতীয় একটি পরীক্ষাও শুরু করেছে, এটি একটি পেডিয়াট্রিক ট্রায়াল যা ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে করোনা রোধী হিসেবে কাজ করবে। বর্তমানে শুধুমাত্র ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনটি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ এবং ১৭-বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। মডার্নার ডোজটি ১৮ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হচ্ছে। তবে এখনও ছোট বাচ্চাদের জন্য কোনও করোনা ভ্যাকসিন অনুমোদিত হয়নি।
ফাইজার এবং বায়োএনটেক পরবর্তী সময়ে তরুণদের মধ্যে অ্যান্টিবডি স্তর পরিমাপ করে এই ট্রায়ালটি প্রসারিত করার পরিকল্পনা করেছে, এবং ভ্যাকসিন দ্বারা নাগরিকদের সুরক্ষা, সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করবে বলে জানা যায়।কাস্টিলো বলেন, ফাইজার ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের মধ্যে এই ভ্যাকসিন পরীক্ষা করছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই ট্রায়ালের আশানুরূপ রিপোর্ট পাওয়া যাবে বলে জানায় ফাইজার কর্তৃপক্ষ।
ডিসেম্বরের শেষের দিকে ফাইজার-বায়োএনটেক করোনাভাইরাস ভ্যাকসিনে অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা । তারা এও জানায়, এই ভ্যাকসিন ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে না এমন কোনো প্রমাণ পাওয়া যায় নি৷ তারপর কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh