বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
একটি অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, নগরপিতা হিসেবে তিনি জানেন জননিরাপত্তার দিকটি কতটা গুরুত্বপূর্ণ। এক মতামত নিবন্ধে তিনি বলেন, ‘আমার প্রশাসন বিগত ১৮ মাসে সিটিতে বড় ধরনের অপরাধ দমনে বেশ অগ্রগতি করেছে। গত সপ্তাহেই আমি নিউইয়র্ক পুলিশ বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন একটি নাম ঘোষণা করেছি, যিনি সিটি জুড়ে নিরাপত্তা ব্যবস্থার আরো অগ্রগতি সাধন করে নিউইয়র্ককে যুক্তরাষ্ট্রের বৃহৎ সিটিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে তার যোগ্য ভূমিকা রাখবেন।
তিনি বলেন, নতুন নেতৃত্ব সিটির জন্য ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান সিটির ইতিহাসে প্রথম হিসপানিক পুলিশ কমিশনার। তার রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা।
আমাদের নতুন প্রথম ডেপুটি কমিশনার তানিয়া কিনসেলা এই পদে প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে নেতৃত্ব দেবেন। রেবেকা ওয়েনার হতে যাচ্ছেন, আমাদের ইন্টেলিজেন্স এন্ড কাউন্টার টেরোরিজম বিভাগের নতুন ডেপুটি কমিশনার। এ বিভাগে তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান সম্পর্কে মেয়র অ্যাডামস উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘তিনি কঠোর পরিশ্রমী, তিনি কর্মজীবী নিউইয়র্কার এবং তার জীবন কাহিনি আসলে নিউইয়র্কের নিজস্ব কাহিনি। আমি যখন একজন ট্রানজিট পুলিশ সদস্য ছিলাম, তখন তার পিতাও ট্রানজিট পুলিশ সদস্য ছিলেন। তিনি ট্রানজিট পুলিশ হিসপানিক সোসাইটির প্রধান হিসেবে এনওয়াইপিডি’র সকল স্তরের উন্নয়নের জন্য লড়তেন। এখন তার পুত্র সিটির পুলিশ প্রধান।
তিনি সদ্য পদত্যাগকারী পুলিশ কমিশনার কিচ্যান্ট সিওয়েল এর দায়িত্ব পালনের উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে আমরা ২০২২ সালে বড় বড় সহিংস অপরাধ দমনে সাফল্য অর্জন করেছি। গুলিবিনিময়ের সংখ্যা কমেছে। সামগ্রিকভাবে অপরাধ হ্রাস পেয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে ১০ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। হেট ক্রাইম কমেছে এবং আমাদের সাবওয়ে নিরাপদ হয়ে উঠছে।
তিনি আরো বলেন, করোনা মহামারী চলাকালে বেসরকারি খাতে বেকার হয়ে পড়া লোকজনের মধ্যে ৯৯.৯ শতাংশ তাদের কাজে ফিরে গেছে, অথবা নতুন কাজে যোগ দিয়েছে। ব্রডওয়ে থিয়েটারে পর্যটকরা ভিড় করছে এবং তারা তাদের অন্যান্য কাঙ্খিত স্থান পরিদর্শন করছে। ফলে সিটির অর্থনৈতিক তৎপরতা মহামারী পূর্ব অবস্থায় ফিরে এসেছে। আমরা আবার আগের অবস্থায় ফিরে এসেছি। তা সত্বেও আমাদের আরো করণীয় রয়েছে এবং আমরা সিটির উন্নয়নে সম্ভাব্য সবকিছু করতে বদ্ধপরিকর।
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh