শুক্রবার, ৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উৎসব গ্রুপ একটি আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

উৎসব গ্রুপ একটি আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান

রায়হান জামান, প্রধান নির্বাহী

উৎসব গ্রুপ বর্হিবিশ্বে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ অনলাইন শপিংমল সম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। যুগের সাথে তাল মিলিয়ে নূতন উদ্ভাবনীর মাধ্যমে চমক সৃষ্টিতে যার জুড়ি নেই। যার প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ রায়হান জামান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করে তিনি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক অঙ্গণে বিস্তৃতি ঘটিয়েছেন উৎসব গ্রুপের। ঈদ, পূজা, নববর্ষসহ ব্যক্তিগত বিভিন্ন অনুষ্ঠানাদিতে পরিবারের প্রিয়জনের নিকট উপহার সামগ্রী পৌছে দেয়ার জন্য গড়ে তোলা হয় উৎসব ডট কম। উৎসব ডট কমের এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হন দেশ ও প্রবাসের বাংলাদেশীরা।

উৎসব ডট কমের এখন অনেকগুলো সহযোগী ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইতোমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে উৎসব কুরিয়ার সার্ভিস। ব্যবসায়ের পাশাপাশি উৎসব গ্রুপ দেশ ও প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা কওে সুনাম কুড়িয়ে চলেছে। এক কথায় উৎসব গ্রুপ একটি মহীরুহে পরিণত হয়েছে দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে।


উৎসব গ্রুপ বাংলাদেশেও এখন একটি বিকাশমান অন্যতম কর্পোরেশন। এর পাশাপাশি উৎসব ডটকম বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান। উৎসব গ্রুপ বর্তমানে ৪৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এই গ্রুপের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এবং এর কর্পোারেট অফিস রয়েছে যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া এবং বাংলাদেশে। উৎসব গ্রুপের যাত্রা শুরু হয়েছে ২০০৫ সালে, যখন এটির পূর্বসূরী ছিল উৎসব ডটকম। বর্তমানে উৎসব গ্রুপ ৯টি দেশে ১০টি কর্পোরেট ভবন থেকে ১৮টি কর্পোরেট ইউনিট পরিচালনা করছে। উৎসব গ্রুপ উচ্চমান সম্পন্ন কসমেটিক, লাইফস্টাইল ও ইলেক্ট্রনিক, কনজ্যুমার পন্য, বিজনেস সলিউশন, ফার্মাসিউটিক্যালস, এগ্রিকালচার বিজনেস, আইটি সলিউশন, কুরিয়ার বিজনেস, ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং সলিউশন এবং ই২ঈ ও ই২ই সহ আরও অনেক কিছুর বিপনন ও সেবা দিয়ে থাকে। এছাড়াও উৎসব গ্রুপ তার নিজস্ব ফাউণ্ডেশন Ñ উৎসব ফাউণ্ডেশন এর মাধ্যমে কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি পালন করছে। উৎসব গ্রুপের কর্পোরেট কৌশল হচ্ছে দক্ষতা, উপযোগিতা, উদ্ভাবন এবং উচ্চতর গ্রাহক সন্তুষ্টি। যার চূড়ান্ত লক্ষ গ্রাহকের প্রয়োজনের সাড়া দিয়ে তাদের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা।


উৎসব গ্রুপের রূপকল্প বাংলাদেশের একটি অন্যতম পেশাদারী ও বৃহত্তম ই-কমার্স কোম্পানি হওয়া, বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, ইউরোপ এবং বিশ্বব্যাপী অন্যান্য আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের ব্যবসায়িক অংশীদারে পরিণত হওয়া। যার মূল নীতিমালা ও মূল্যবোধ একটি কোম্পানি হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মূল নীতিমালাসমূহ বজায় রাখা। বিশেষ করে আনুগত্য, নিষ্ঠা, উচ্চ কর্তব্যবোধ এবং জবাবদিহিতা আন্তরিকতা, বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা, ন্যায়পরায়ণতা, সততা, দৃঢ়তা, সাহসিকতা, আত্মবিশ্বাস, উদ্যোগী, উদ্ভাবনী, অর্থনৈতিক ও ব্যবসায়িক দক্ষতা নিজের এবং অন্যদের জন্য নিশ্চিত করা।বিগত বছরগুলোতে উৎসব গ্রুপের কাজের সম্প্রসারণ ও বিকাশের ফলে আমাদের টিম দু’জন থেকে ৩০ জনে উন্নীত হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কেন্দ্রিক এবং আমাদের টিমের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশের।

উৎসব গ্রুপের নতুন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে ‘ম্যানেজোলজি হোল্ডিংস’। এটি হবে প্রবাসী বাংলাদেশীদের বহুমত্রিক সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। যার মাধ্যমে প্রবাসীরা তাদের নিজস্ব জমি, ফ্ল্যাট প্রবাসে বসেই ক্রয়-বিক্রয় অথবা ভাড়া প্রদান করতে পারবেন। এক সংবাদ সম্মেলনে ‘ম্যানেজোলজি হোল্ডিংস’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উৎসব গ্রুপের সিইও রায়হান জামান। রায়হান জামান বলেন, ম্যানেজোলজি হোল্ডিংস প্রবাসী বাংলাদেশীদের জন্য সর্বোত্তম সেবা প্রদান করতে সক্ষম হবে। বিশেষ করে বাংলাদেশে প্রবাসীদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ অর্থাৎ ক্রয়-বিক্রয়, ভাড়া দেয়া, ট্যাক্স প্রদান, ইন্টেরিয়র, সংরক্ষণ প্রভৃতি সেবামূলক কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করবে। এই সেবায় থাকবে আধুনিক পোর্টাল সুবিধাও। যাতে প্রবাসীরা ঘরে বসেই অর্থ সংক্রান্ত বিভিন্ন লেনদেন করতে পারবেন এবং জানতে পারবেন।


উৎসব গ্রুপের বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, সততা, নিষ্ঠা ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজ আমরা এ পর্যায়ে পৌছেছি। বর্হিবিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা অংশ নিচ্ছি। পৃষ্ঠপোষকতা করছি সাধ্যমতো। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী কার্যক্রমে উৎসব গ্রুপের কার্যক্রমকে সাধবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। উৎসব গ্রুপের সাফলে প্রবাসীদেও নিরন্তর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়হান জামান। উল্লেখ্য চলতি বছর বাংলার গায়েন, আরিফ খান অব মিউজিক ওয়ার্ল্ড সহ বেশ বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন রয়েছে।

advertisement

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.