নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
তিন দিনব্যাপী ফোবানা বাংলাদেশ সম্মেলন আগামী ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেইন স্ট্রিমের রাজনীতিতে অংশ গ্রহণের গুরুত্ব, এদেশে নতুন প্রজন্মের ভবিষ্যত এবং আরটিফিসিয়াল ইমটেলেজেন্সি প্রসঙ্গে সেমিনার, ছাত্র ছাত্রীদের জন্য ফোবানা স্কলারশীপ, সাহিত্য আসর, কাব্য জলসা, সঙ্গীত প্রতিযোগিতা, ফ্যাশন শো, ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।গিয়াস আহমেদ আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার মুল চেনতা গনতন্ত্র, ভোটের অধীকা , বাঁক স্বাধীনতা পুনরুদধার এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ছাত্র জনতা যে তাজা রক্ত ঢেলে দিয়েছে সেই বীর মুক্তি যোদধাদের প্রতি উৎসর্গ করা হবে এবং শহিদ এবং আহতদের পরিবারের জন্য অনুদান প্রদান করা হবে। এবারের বাংলাদেশ ফোবানা সম্মেলনের কনভেনর হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আসিফ বারী টুটুল এবং মেম্বার সেকরেটারী মুলধারার রাজনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সুলাইমান।
হোমঃ কমিটি হচ্ছে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এবিসিসিআই)। সম্মেলন কমিটির চেয়ারম্যান স্যার ডঃ আবু জাফর মাহমুদ, কো চেয়ারম্যান, ডাঃ শাহজাদী পারভিন, কো চেয়ারমযান সৈয়দ এনায়েত আলী, কো চেয়ারম্যান তারেক হাসান খান, কো চেয়ারম্যান ওমেন এম্পাওয়ারম্যান্ট মুনমুন হাসিনা বারী, কো চেয়ারম্যান কালচারাল মনিরুল ইসলাম মনির , কো চেয়ারম্যান দুলাল বেহেদু, জয়েনট কনভেনর কাজী ওয়াহেদ এলিন, জয়েনট মেম্বার সেকরেটারী মাকসুদ চৌধুরী, জয়েনট কনভেনর আহসান হাবিব, কো চেয়ারম্যান রেজিষটেশন সৈয়দ আকিকুল ইসলাম ফারুক, কো চেয়ারম্যান অর্থ কমিটি সারোয়ার বাবু, মফিজুল ইসলাম মফিজ, শাহিনুর রহমান বিপ্লব, নুর আমিন, মোশারফ হোসেইন সবুজ, ফরহাদ খন্দকার, কিউ জামান, কাজী তোফায়েল রহমান, মফিজুল ইসলাম রুমি, আবুল কাশেম, সাইফুর খান হারুন, জাহাংগীর জয়, শাহাদাত হোসেইন রাজু, এজিএম জাহাংগীর হোসাইন, বেলাল চৌধুরী, ডাঃ বরনালী হাসান, শাহ জে চৌধুরী, ইনজিনিয়ার মুহাম্মদ রহমান সায়েম, রিয়াজ মাহমুদ, মাসুদ রানা, জাকার্রিয়া রুমি, মাজহারুল ইসলাম জনি এবং সার্বিক ব্যবস্হাপনা হিসেবে কাজ করে যাচ্ছেন আলমগীর খান আলম। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডাঃ খন্দকার মাসুদুর রহমান এবং প্রধান সমন্বয়ক হিসেবে নেপথ্য থেকে কাজ করে যাচ্ছেন আবদুল লতিফ সম্রাট।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh