বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
এলায়েড মর্ন্টগেজ অলস্টার ক্লাব এওয়ার্ড পেলেন জান ফাহিম
তৃতীয় বারের মতো এলায়েড মর্টগেজ অলস্টার ক্লাবের মর্যাদাপূর্ণ এওয়ার্ড লাভের কৃতিত্ব অর্জন করেছেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে রিয়েল এস্টেট ব্যবসায়ে সুপরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ জান ফাহিম। অনেকে তাকে জানেন জান ফাহিম হিসেবে। দুই দশকের অধিক সময় যাবত তিনি মর্টগেজ ও রিয়েল এস্টেট ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত। এ সময়কালে তিনি সততা ও বিশ্বস্ততার জন্য যেমন সুনাম অর্জন করেছেন তেমনি বিভিন্ন অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পেয়েছেন এওয়ার্ড ও সম্মাননা। অতি সম্প্রতি তিনি পেলেন এলায়েড মর্টগেজ অলস্টার ক্লাবের এওয়ার্ড। তিনি এর আগেও রিয়েল এষ্টেট ব্যবসায়ে তার সাফল্য ও অবদানের কারণে আরও দু’বার এই মর্যাদাপূর্ণ এওয়ার্ড লাভ করেন।
এলায়েড মর্ন্টগেজ অলস্টার ক্লাব এওয়ার্ড পেলেন জান ফাহিম
মোহাম্মদ জান ফাহিম এলায়েড মর্টগেজ গ্রুপের সিনিয়র লোন অফিসার ও প্রতিষ্ঠানটির জ্যামাইকা শাখার ম্যানেজার। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও নিষ্ঠার কারণে এলায়েড মর্টগেজ অলস্টার ক্লাব তাকে সম্মানিত করেছে। অমায়িক ব্যবহার এবং বাড়ি ক্রেতাদের সঙ্গে বরাবরই রয়েছে তার সুসম্পর্ক। বাড়ি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা প্রায়ই জালিয়াতি ও প্রতারণার শিকার হন। ফলে রিয়েল এষ্টেট ব্যবসায়ে অনেকেই হারিয়ে যান। তাদের আর খোঁজ পাওয়া যায় না। জান ফাহিম এসব পরীক্ষায় উত্তীর্ণ একজন সজ্জন ব্যক্তি। যিনি ক্রেতাদের সময়োচিত. সঠিক ও সর্বশেষ তথ্যসহ পরামর্শ প্রদান করে আগ্রহী বাড়ি ক্রেতাদের সংশয় কাটিয়ে স্বপ্নের বাড়ির মালিক হওয়ার জন্য সহায়তা করেন।
এলায়েড মর্ন্টগেজ অলস্টার ক্লাব এওয়ার্ড পেলেন জান ফাহিম
তাকে সম্মাননা জানিয়ে এলায়েড মর্টগেজ গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে যে ২০২০ সালে করোনা প্যানডেমিকের দুর্যোগে রিয়েল এষ্টেট ব্যবসা যখন মুখ থুবড়ে পড়েছিল মোহাম্মদ জান ফাহিম তখনো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গ্রুপের পক্ষ থেকে তার সাফল্যের কারণে তাকে অভিনন্দন জানানো হয়েছে। বাড়ি কিনতে আগ্রহীরা নিউইয়র্কে বাড়ি ও মর্টগেজ লোন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ জান ফাহিমের সঙ্গে। Mohammed Jan Fahim, NMLS-21812, Phone: 516-348-3428, Allied Mortgage Group.
Posted ৭:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh