বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, তার প্রশাসন সিটির কর্মজীবী ব্যক্তি ও পরিবারগুলো সিটির জীবনকে চমৎকারভাবে গড়ে তুলতে ভূীমকা রাখলেও তারা বসবাসের সংকটের মধ্যে কাটায়। আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এবং বিশেষ করে তাদের আবাসন সমস্যার সমাধান করতে সহায়তার উদ্দেশ্যে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে তাদের পকেটে অধিক অর্থ দেওয়ার জন্য চেষ্টা করছি। মেয়র তার সাপ্তাহিক মতামত নিবন্ধে সিটির জননিরাপত্তা থেকে শুরু করে ব্যবসা, বিনোদন, স্বাস্থ্যসেবাসহ প্রায় প্রতিটি খাতে কর্মজীবীদের কাজ এবং অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে বলেন, ‘আমরা বিশ্বাস করি কর্মজীবী মানুষ ও তাদের পরিবারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সিটির দেয়া অনেক সুযোগ-সুবিধার মধ্যে তাদের ন্যায্য অংশ কাটা উচিত।
তিনি আরও বলেন, আমরা এমন একটি সিটি গড়ে তুলছি যে সিটি তার বাসিন্দাদের জন্য কাজ করে, সিটির প্রতিটি নেইবারহুড ও কমিউনিটির জন্য সুযোগ এবং সমৃদ্ধি প্রসারিত করে। সেজন্য কর্মজীবীদের তাদের প্রাপ্য সুবিধা দিতে আমরা বদ্ধপরিকর। মেয়র এরিক অ্যাডামস বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল আর্থিক নীতিমালার মধ্যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ‘আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পরিবারগুলোর জন্য সবচেয়ে কার্যকর সহায়তা কর্মসূচির মধ্যে একটি, যা আমাদের নিম্ন-আয়ের পরিবার এবং ব্যক্তিকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সহায়তা করে।
কর্মজীবী নিউইয়র্কবাসী, বিশেষ করে বাবা-মায়েরা যাদের ছোট সন্তান আছে, তারাযাতে তাদের ন্যায্য অংশ পান তা নিশ্চিত করার এটি একটি সহজ উপায়। এ প্রসঙ্গে তিনি নিউইয়র্ক সিটিতে তার মা তাকে ও তার ভাইবোনদের লালনপালন করতে কতটা কষ্ট করেছেন, বরাবরের মতো সেই বিবরণ তুলে ধরে ট্যাক্স ক্রেডিটের সহায়তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকানরা ১৯৭৫ সাল থেকে আনর্ড ইনকাম ট্যাক্স ক্রেডিটের আর্থিক সুবিধা লাভ করছে।
এই ক্রেডিট পাওয়ার যোগ্যতা বাড়ানো এবং এ সুবিধা পাওয়ার পদ্ধতেকে উন্নত করার জন্য কিছু উদ্যোগ নেয়া যেতে পারে, এবং তা বিশেষ করে নিউইয়র্ক সিটিতে। তিনি বলেন, আমি মেয়র পদে নির্বাচনী ক্যাম্পেইনে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। দুই বছর আগে আমি বিগত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এ কর্মসূচি সম্প্রসারণের উদ্দেশ্যে অ্যালবেনিতে আমার সহকর্মীদের সাথে যোগ দিয়েছিলাম কারণ আমরা যে প্রতিশ্রু দিয়েছি সেগুলো বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। এরপর থেকে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট নিউইয়র্কবাসীদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছে। আমাদের অংশীদারিত্বের ফল হিসেবে ২০২৩ সালের ট্যাক্স মওসুমে আমরা আগের বছরের তুলনায় সিটিবাসীদের অতিরিক্ত ২৮০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছি। অর্থ্যাৎ নিম্ন-আয়ের ৭৪৬,০০০ জন নিউইয়র্কবাসীকে আমরামোট ৩৪৫ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ দিয়েছি, এবং এতে সন্তানসহ নিম্ন আয়ের পরিবারগুলো প্রাপ্তি ৩৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh