নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
রুজভেল্ট এভিনিউর ব্যবসা প্রতিষ্ঠানে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরীসহ অন্যান্যরা।
নিউইয়র্কের কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার এই পরিদর্শনকালে তার সাথে ছিলেন কুইন্সের অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট টম গ্রিজ, জজ এবং চিজ অফ স্টাফসহ আরো অনেকেই। এই সময় তারা ৭৮ স্ট্রিট থেকে ৬৭ স্টিট পর্যন্ত বিভিন্ন ক্ষ্দ্রু ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করেন।
এর মধ্য উল্লেখযোগ্য ছিলো রেস্টুরেন্ট, গ্রোসারি, বারবার শপ, ক্লথিং স্টোর। এ পরিদর্শনকালে তারা ব্যবসায়ীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ব্যবসায়ীরা নানা সমস্যা তুলে ধরেন যেমন-গার্বেজ সমস্যা, ফুটপাত সমস্যাসহ অনেক ধরনের ক্রাইম।
এসময় ব্যবসায়ীদের সাথে আলোচনার সাপেক্ষে তাদের সুবিধা-অসুবিধা জানতে চান এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন-“ব্যবসায়িক সমিতি যারা আছেন, তারা প্রোএক্টিভ থাকবেন।
আপনাদের সমস্যাগুলো জনপ্রতিনিধির কাছে তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে যাতে করে তারা সমাধান করতে পারেন। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা তার সুফল পাবেন।” ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোপরি একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন কুইন্স দেখার উদ্দেশ্যেই এমন পরিদর্শনের আয়োজন।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh