নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ও জ্যামাইকার পর এবার জ্যাকসন হাইটসে চালু হচ্ছে খলিল বিরিয়ানী হাউসের তৃতীয় শাখা। ৭৪-১০ ব্রডওয়ে, জ্যাকসন হাইটস ঠিকানায় আগামী ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসে প্রতিষ্ঠানটি পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান। খবর ইউএনএ’র।
শেফ খলিল জানান, জ্যামাইকায় দ্বিতীয় শাখা চালুর পর থেকে অনেকের দাবী ছিলো জ্যাকসন হাইটসে একটি শাখা খোলার। তাদের অনুরোধের প্রেক্ষিতেই আমরা এই শাখা চালু করতে যাচ্ছি। চলছে নতুন শাখার ডেকোরেশনের কাজ। আশা করছি আগামী ২১ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটস শাখা চালু করতে পারবো। তিনি বলেন, দূর-দুরান্ত থেকে যারা জ্যাকসন হাইটসে বাজার করতে আসবেন তাদের এখন থেকে কস্ট করে আর জ্যামাইকা অথবা ব্রঙ্কসে আসতে হবে না।
তিনি আরো বলেন, জ্যাকসন হাইটস শাখায় খাবারে নতুনত্ব ও চমক থাকবে। আর পর্যায়ক্রমে সিটির অন্যান্য বরোতেও শাখা খোলা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের খলিল ফুডসের খাবারের স্বাদ নেয়ার জন্য আহবান জানান। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh