নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
ফেডারেল সরকার, স্টেট অথবা নিউইয়র্ক সিটির বিভিন্ন পাবলিক বেনিফিট পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে এগিয়ে এসেছে অটিজ্যম সোসাইটি হেবিলিটেশন অর্গানাইজেশন (আসো)। সামাজিক এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত ২৪ আগস্ট শনিবার চালু হয়েছে বেনিফিট সেন্টার। এ উপলক্ষ্যে জ্যামাইকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনিফিট সেন্টারের উদ্বোধন করেন স্টেট অ্যাসেম্বলি ওম্যান আলিশিয়া হাইন্ডম্যান।
ননপ্রফিট এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বেনিফিট সেন্টার থেকে একদম ন্যূনতম মূল্যে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন নিউইয়র্কবাসী। সেবাগুলোর মধ্যে রয়েছে ফুড স্ট্যাম্প বা ঝঘঅচ সুবিধার আবেদন, মেডিকেইড ও মেডিকেয়ার এর আবেদন, এসএসআই/ডিসএবিলিটি সুবিধার আবেদন, ফুড ভেন্ডর সংক্রান্ত আবেদন, অটিস্টিক শিশুদের জন্য ওপিডব্লিউডিডি’র আবেদন। ‘আসো’ আগে থেকেই অভিবাসন প্রত্যাশী মানুষদের নিয়ে কাজ করছে। এবার তারা বিভিন্ন ধরণের ইমিগ্রেশন সংক্রান্ত ফরম পূরণ করার ক্ষেত্রে বিশেষ সেবা চালু করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চালু রয়েছে কম্পিউটার ও ইংলিশ শিক্ষা ক্লাস। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রুবাইয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সেফ দ্য পিপল এর প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ, প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা জাসির কবির, হোপ নিউইয়র্ক রোটারি ক্লাবের প্রেসিডেন্ট জামিল আহমেদ এবং অন্যতম কর্মকর্তা রওনক আহমেদ, আসো’র উপদেষ্টা শামীম আল আমিন সহ বিশিষ্টজনদের অনেকে।
আসো’র পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠানটির ১৬০-০১, Hillside Avenue, NY 11432 ঠিকানায় গেলে সহায়তা পাবেন আগ্রহীরা। যে কোন ধরণের প্রয়োজনে +১৩৪৭-৮৭৩-৯৯৬২ এবং +১৯২৯-৪৮৫-৯০১৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বিস্তারিত জানতে ASHO-ny.org এই ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh