নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
কুইন্সের জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশি নিউইয়র্ক সিটি পুলিশ অফিসারদের উদ্যোগে প্রাণবন্ত এক বনভোজন হয়ে গেল ২৮ জুন শনিবার। কুইন্সের ক্যানিংহাম পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কের উদ্যোগে ছিল এ আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, ফকরুল ইসলাম দেলোয়ার, দিলীপ নাথ, আহমেদ সোহেল, পুলিশ অফিসার কারাম চৌধুরী, রাসেক মালিক, রাজিব ঘোষ,মোহাম্মদ হালিম,সরদার মামুন, ডিটেকটিভ মাসুদ রানা, শাহ জে চৌধুরী, মঈনুজ্জামান চৌধুরী, রীচি সোলায়মান, আজাজুল নাঈম ও নওশাদ হোসেন। উপস্থিত অতিথিদের জন্য ছিলো র্যাফেল ড্র’। দুপুর থেকে সন্ধ্যা অবধি অতিথিরা পার্কে হেসে খেলে দিনটি উপভোগ করেন।
Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh