বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
বক্তব্য রাখছেন ফকরুল ইসলাম দেলোয়ার। পাশে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দ।
নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি-জেবিএফএস। দেড় দশকেরও অধিক সময় ধরে সংগঠনটি স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে করোনা মহামারিকালে জেবিএফএস’র সেবা কার্যক্রম বাংলাদেশী আমেরিকান কমিউনিটিতে ব্যাপকভাবে প্রশংসিত হয়। গত ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় হলিডে পার্টির আয়োজন করে সংগঠনটি। জ্যামাইকার খলিল বিরিয়ানী পার্টি হলে আয়োজিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ ঘিরে হলিডে পার্টি ছিলো অত্যন্ত প্রাণবন্ত।
কমিটির কর্মকর্তা, উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যগণ সপরিবারে অংশ নেন অনুষ্ঠানে। এছাড়াও সংগঠনটির শুভ্যানুধায়ীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তুলে আরো আকর্ষনীয়। জেবিএফএস পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোঃ ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি ও অনুষ্ঠানের বিশিষ্ট উদ্যোক্তা বিলাল আহমেদ চৌধুরী।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অতীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংগঠনটিকে ভবিষ্যতে আরো শক্তিশালী, গতিশীল এবং কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সেক্রেটারী জে মোল্লা সানির উপস্থাপনায় হলিডে পাট্র্েিত সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, নীপা জামান, মাহবুবুল ফিরোজ, মেজর শরীফ। কবিতা আবৃত্তি করেন করিম চৌধুরী ও আহসান হাবীব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা, রেজাউল করীম চৌধুরী, মো: ফরিদ আলম, ওমর ফারুক খসরু, সৈয়দ আতিকুর রহমান ও মনির হোসেন।
কার্যকরী কমিটির সহ সভাপতি-এএফ মিসবাহউজ্জামান ও রাসেক মালিক, কোষাধ্যক্ষ-আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক-বাবুল হাওলাদার, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক-এনায়েত মুন্সী, সমাজ কল্যাণ সম্পাদক হিমু মিয়া, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী, সৈয়দ আল আমীন রাসেল, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম সোনি, লিটন আহমেদ, সহদেব তালুকদার, বাহারুল ইসলাম রমিজ, নওশাদ হায়দারসহ অনেকে। এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম চুনু, এনআরবি’র প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, আহসান হাবীব, সৈয়দ রাব্বী, রীনা সাহা, উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, জুলকার হায়দার, শ্রীমঙ্গল সোসাইটির সভাপতি মামুনুর রশীদ শিপু, ব্যবসায়ী জাকির হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো: ইকবাল আহমেদ, অর্পণ এইচ ইমাম, সাবেক ছাত্রনেতা তুহিন প্রমুখ। সংগঠনের কর্মকান্ডে নারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে তাদেরকে উপহার প্রদান করা হয়।
Posted ১০:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh